অব্যাবস্থাপনা

নিরাপত্তারক্ষী দীন মোহাম্মদকে চাপা দিয়ে পালিয়ে যাওয়া মেহেদি মালেক সজীব তার জামিনের কাগজে উল্লেখ করেছেন তিনি পেশায় একজন ড্রাইভার

ডেস্ক রিপোর্টঃ ৩০ মার্চ ২০২৫ নিরাপত্তারক্ষী দীন মোহাম্মদকে গাড়ি চাপা দিয়ে মেরে পালিয়ে যাওয়া মেহেদি মালেক সজীব তার জামিনের হলফনামার কাগজে উল্লেখ করেছেন তিনি পেশায় একজন ড্রাইভার (গাড়ি চালক) এবং গাড়িটি তার স্ত্রী মারিয়ার।

মেহেদি কি তাহলে গুলশান ক্লাবের হাইসোসাইটি সদস্যদের ব্যক্তিগত গাড়ি চালক এমন কিছু? যে কোন পেশাই সম্মানের, কিন্তু দেশের সবচাইতে এলিট সোসাইটির সামাজিক সংঘ গুলশান ক্লাবের পরিচালক পেশায় ‘ড্রাইভার’ দেখে বেশ পুলকিত বোধ করছি। তাহলে তো এই ড্রাইভারের আয়কর রিটার্নের তথ্যটা বের করতে হয়। দেখা যাক রাজধানীর অভিজাত শ্রেনীর এই ড্রাইভার সাহেবের আয়-রোজগার কেমন।

এছাড়াও একই হলফ নামায় মেহেদি মালেক সজীব আরো যেসব অসত‍্য তথ‍্য দিয়েছেন তা হলোঃ

১. তিনি উল্লেখ করেছেন ৩১.০২.২০২৫ দীন মোহাম্মদকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনা ঘটলো ৩০ মার্চ রাতে, আর তিনি উল্লেখ করছেন অস্তিত্বহীন ৩১.০২.০২৫?

২. ৩০ মার্চ রাত ১১.৩০ হতে ৩১ মার্চ সকাল ৮.৩০ পর্যন্ত কত সময় হয়? ৯ঘন্টা? যদিও হাসপাতাল সূত্র জানায় দীন মোহাম্মদ ৩১ মার্চ ২০২৫ ভোররাত ৪.৩০ এ মৃত্যুবরণ করেন (৫ ঘন্টা পরে)। কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে ২ দিন পরে দীন মোহম্মদ মারা যান।

৩. ঘটনার রাতে মেহেদি মালেক সজীব গুলশান ক্লাবে অতিরিক্ত মদ্যপান করে একটি ঝগড়ার পর ক্লাব ত্যাগ করেন। একজন মাতাল ব্যক্তি গাড়ি চালায় কিভাবে? আর গাড়ি চাপা দিয়ে পালিয়ে যাওয়ার পর বলছেন অনিচ্ছাকৃত, দোষ চাপানো হচ্ছে চিকিৎসকদের উপর?!

এতসব অসত‍্য তথ্যে ভরা একটা হলফনামা গ্রহণ করে মেহেদি মালেক সজীবকে জামিন দিয়েছেন, ঢাকার অতিঃ চীফ মেট্রোপলিটন ম‍্যাজিস্ট্রেট মোঃ ছানাউল্লাহ। তিনি নিশ্চই অবগত আছেন যে মিথ‍্যা হলফনামা প্রদান করা গুরুতর অপরাধ। এখন কি ব্যবস্থা গ্রহণ করেন, সেটা দেখার অপেক্ষায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button