অপরাধ

ঈশ্বরগঞ্জে যুবদল নেতাদের কান্ড মান্নান ফকির বাড়ি ভাঙচুর লুটপাট নেতার ধমকিতে থানায় নেয়নি মামলা!!!

হাবিব সরকার স্বাধীনঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বেড়েই চলেছে হত্যা চুরি, ডাকাতি ছিনতাই সহ নারী ও শিশু নির্যাতনের সংখ্যা আপরাধ। প্রতিনিয়তই বেড়েই চলছে অনাকাঙ্ক্ষিত ঘটনা।

দিন কিংবা রাত নিরাপত্তা হীনতায় বসবাস করছেন উপজেলাবাসী। সাধারণ মানুষ থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যরাও ভোগান্তির শিকার হন। উপজেলায় এখন হরহামেশাই ঘটছে এমন ঘটনা।ছিনতাইকারীরা ছিনতাইয়ের জন্য বিদেশি চাকুর পাশাপাশি প্রাণঘাতী দেশীয় ধারালো অস্ত্রের ব্যবহার করে থাকে। চুরি ছিনতাইয়ে বাধা পেলে এসব অস্ত্র দিয়ে আঘাত করে সাধারণ মানুষদের। প্রাণঘাতী অস্ত্রের আঘাতে মৃত্যুর ঘটনাও ঘটছে।পুলিশ সূত্রে জানা যায়।ঈশ্বরগঞ্জ থানায় গত ২১ মাসে মোট ৪৯৮ টি মামলা রেকর্ড হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি হয়েছে মাদক মামলা ৯৮টি, নারী ও শিশু আইনে ৫৭টি, চুরি ৩৩টি, হত্যা মামলা ১২টি, দস্যুতা ৩টি, অস্ত্র মামলা ২টি এবং অন্যান্য মামলার সংখ্যা অনুমান ২৮৩টি।
একদিকে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার বাসা-বাড়িতে পড়েছে মোটরসাইকেল, নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরির হিড়িক।পৌরবাসীদের চোর আতঙ্কে কাটে দিন-রাত। বাসাবাড়ি থেকে চোখের পলকেই তালা ভেঙে সবকিছু নিয়ে যাচ্ছে। হিংস্র থাবা থেকে রক্ষা পায়নি মান্নান ফকির ও তার পরিবার। ঈশ্বরগঞ্জে মান্নান ফকিরের বাড়ীঘর ভাংচুর লুটপাট হুকুমদাতা আমিরুল ইসলাম (মনি)( গং)শাকিব হাসান সাবেক সদস্য ৫ নং জাটিয়া ইউনিয়ন ছাত্রদল। আদালতে মামলার প্রস্তুতি চলমান।অভিযোগ উঠেছে কথিত যুবদলের নেতাদের হামলায় লন্ডভন্ড হয়ে গেছে মান্নান ফকিরের বাড়ি ঘর। ময়মনসিংহ ঈশ্বরগঞ্জে শালিসে সত্য কথা বলায় সন্ত্রাসীদের তোপেরমুখে সর্বশান্ত স্বাক্ষীর পিতা মোঃ আব্দুল মান্নান ও তার পরিবার। গত ২৭ ফেব্রুয়ারী ২৫ ইং জমি সংক্রান্ত সালিশের জের ধরে স্থানীয় সন্ত্রাসী বাহিনীর হুমকির ও রোষানলে পড়ে অসহায় পরিবার টি। থানা পুলিশের সহযোগিতা না পেয়ে হতাশা প্রকাশ করেন স্থানীয়। বর্তমান পরিবারটি জীবনের নিরাপত্তা হীনতাই রয়েছে । আইনের আশ্রয়ে আদালতের দ্বারস্থ হয়েও প্রতিনিয়ত হুমকি ধমকির শিকার হচ্ছেন। ক্ষতিগ্রস্ত মান্নান ফকিরের পরিবার। উল্লেখ্য গত ২৭ফেব্রুয়ারী স্থানীয় মোঃআব্দুল মজিদ গং এর সাথে জমি জুমার সংক্রান্ত শালিস বৈঠকে আদালতে আবেদন কারী মান্নান ফকিরের ছেলে আল মামুন মজিদের পক্ষে স্বাক্ষী দিতে গেলে উক্ত সন্ত্রাসীরা মামুনের উপর ক্ষীপ্ত হয়ে তাকে শারীরিক লাঞ্চিত করে। আদালতের ডিগ্রীপ্রাপ্ত মজিদ গং কখনই ভোগদখল করিতে পারে নাই, কারন সন্ত্রাসীরা এলাকার চিহ্ন তো ভূমিদস্যু খারাপ প্রকৃতির মানুষ বটে। এমবস্থায় গত ২৭ফেব্রুয়ারী২৫ ইং রাত আনুঃ০৯০০ ঘটিকায় সন্ত্রাসী ১/ ভয়রা ছোটন মিয়া পিতা রাশো মিয়া টাঙ্গন গাতি ঈশ্বরগঞ্জ ২/ গিয়াস উদ্দিন (৪০) ৩/ মোজাম্মেল (৪৫) পিতা বারো ফকির, ৪/ হেলাল ফকির ৩৮, ৫/ দুলাল ফকির (৪০) পিতা মৃতৃত সৈরত আলি, ৬/ মোঃ সানি, ৭/ মোঃজনি পিতা মৃত ফজলুল হক, দরগাপাড়া ঈশ্বরগঞ্জ, ৮/ মোঃ হামজা পিতা হাদিস মিয়া ৯/ ফরিদ মিয়া ১০/ রফিক মিয়া (৩৫) ১১/ফরিদ ফকির ৩০পিতা হেলাল ফকির ১২/ শ্রাবন ফকির পিতা হেলাল ফকির, ১৩/ আলম ভুইয়া পিতা শামসুল ভুইয়া, ১৪/কায়সার মিয়া পিতা সিরাজ মিয়া ঈশ্বরগঞ্জ, সম্ভ্রশী গং দেশীয় অস্ত্রে সজ্জিত হইয়া মালিহাটিস্থ ভূতি মোঃআব্দুল মান্নানের বাড়ীতে রাত ০৯০০ ঘটিকায় হামলা চালায়, প্রথমে বাড়ী ঘড় জানালা সহ দরজা, কুপিয়ে ধংস করে যাতে উক্ত মান্নানের প্রায় ৩ (তিন) লক্ষ টাকার ক্ষতি হয়, অতঃপর সন্ত্রাসীরা ঘড়ে রক্ষিত সকল আসবাবপত্র কুপিয়ে ও ভেঙ্গে নষ্ট করে দেয় এমিন কি ইলেকট্রনিকস ফ্রিজ, ফ্যান এগুলো ধ্বংস করে — এবং বাসার ভিতরে লুকায়িত বাক্স ভেঙ্গে এসি ১২ ভরি স্বর্ন যার বাজার মূল্য ১৪ (চৌদ্দ) লক্ষ টাকা এবং নগদ ৫০ (পঞ্চাশ হাজার টাকা নিয়ে যায়। যাবার সময় হুমকি দিয়ে যায় এবাপারে কাউকে কিছু বললে তোদেরকে জানে করে মেরে ফেলবো!আসামিরা প্রভাবশালী হওয়ায় অদ্যাবধি থানায় মামলা নেয় নাই। সন্ত্রাসীদের ভয়ে মান্নান ও তার পূরিবার পালিয়ে বেড়াচ্ছে, যে কোন মুহুর্তে তার পরিবারের বড় ধরনের ক্ষতি করতে পারে সন্ত্রাসীরা।


ঘটনাস্থলে সরেজমিনে মোছাঃজিবুন্নাহার বেগম স্বামী আব্দুল মান্নান ঘটনার ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি কান্না জড়িত কণ্ঠে ঘটনার বিস্তারিত বলেন।প্রতিবেদককে বলেন স্বাধীনতা চেয়েছি এমন স্বাধীনতা চাইনি। যেই স্বাধীনতা আমাদের সাজানো সংসার ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। এখন চিৎকার করে বলতে ইচ্ছা করে এটাই কি ছিল আমাদের স্বাধীনতা! এটাই কি৷ পুলিশ জনগণের বন্ধু হাজারো প্রশ্ন হৃদয়ে জাগে। অন্য একজন বিপুল পিতা মৃত সমেদ আলী ৩/আবুল কাশেম পিতা মৃত নবী হোসেন- সকলেই স্বীকার করেন যে আব্দুল মান্নান এলাকায় একজন সৎ মানবিক মানুষ বিরোধীরা সন্ত্রাসী প্রকৃতি ও ভুমি দস্যুখ্যাত– এই সকল ঘটনার বিচার হওয়া বাঞ্চনীয়। তবে বাদী আব্দুল মান্নান জানান আদালতে মামলা প্রক্রিয়াধিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button