চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা বিদেশিদের হাতে এবং রাখাইনে মানবিক করিডোর প্রদান দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি-ইসলামিক মুভমেন্ট বাংলাদেশ

ইসলামিক মুভমেন্ট বাংলাদেশের চেয়ারম্যান অ্যাডভোকেট খায়রুল আহসান ও মহাসচিব মুফতি রফিকুল ইসলাম এক যৌথ বিবৃতিতে বলেন, মিয়ানমারের রাখাইনে মানবিক করিডরের আড়ালে সামরিক করিডোর প্রদান এবং বাংলাদেশের হৃদয় খ্যাত চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা বিদেশিদের হাতে ছেড়ে দেওয়া আমাদের দেশের জন্য, স্বাধীনতা ও সার্বভৌমত্বের হুমকি। তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা না করে এত বড় কোন সিদ্ধান্ত নিতে পারেনা, এটা অন্যায় এবং বাংলাদেশের জনগণ এটা মেনে নিবে না।
নেতৃবৃন্দ আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে প্রয়োজনে গণভোটের ব্যবস্থা করে জনগণ যদি চায় তাহলে চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়া যাবে অন্যথায় জনগণের ম্যান্ডেট ছাড়া কোন ক্রমেই এই সিদ্ধান্ত নেওয়া যাবে না।
তারা আরও বলেন, অন্তবর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব হলো জরুরি সংস্কার কাজ শেষ করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। এর বাইরে তাদের কোনো দায়িত্ব নাই, তারা বিভিন্ন সংস্কারের কথা বলে নির্বাচনকে দীর্ঘায়িত করছে। এ দেশের জনগণ ইহা বুঝতে পেরেছে, তাই জনগণ চায় দ্রুত একটি অংশগ্রহণমূলক,সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে দ্রুত সময়ের মধ্যে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে আপনারা বিদায় নিন। নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জরুরি সংস্কার কাজ সম্পন্ন করে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য আহ্বান জানান এবং চট্টগ্রাম বন্দর সহ যেকোনো জাতীয় কার্যক্রমে বিদেশিদের অংশগ্রহণ সংক্ষিপ্ত করে দেশীয় শিল্প এবং ব্যবসা বাণিজ্যকে উৎসাহিত করার জন্য আহ্বান জানান।