বগুড়ায় শাজাহানপুরে মসজিদ কমিটি কেন্দ্র করে সংঘর্ষে আহত দুই পক্ষ

বগুড়া, শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের লক্ষীকলা কাজীপাড়া গ্রামে কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি হওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আ’হ’ত প্রায় ১১ জন।
অভিযোগ সূত্রে জানা যায়, শাহজাহানপুর উপজেলা মাদলা ইউনিয়নের লক্ষীকলা কাজীপাড়া গ্রামে কেন্দ্রীয় জামে মসজিদ নতুন কমিটি হওয়ার জন্য মুসল্লিদের মধ্যে এই ঘটনা কেন্দ্র করে শুক্রবার জুম্মার নামাজ পর দুই পক্ষের সংঘর্ষ ঘটে। উক্ত ঘটনায় দুই পক্ষের প্রায় ১১ জন আহত হয়।আহতদের মধ্যে। ১/ আব্দুল হান্নান কাজী (৫৫)। পিতা: মৃত :হাফিজার রহমান কাজী। ২/মোঃ রায়হান কাজী (৩০) পিতা: আব্দুল হান্নান কাজী। ৩/মোঃ গোলজার কাজী (২৩) পিতা: মোঃ রজিব কাজী। ৪/মোঃ রজিব কাজী (৬০) পিতা: মৃত: রমজান কাজী। ৫।মোঃ নুরু প্রামানিক (৪৮) পিতা: অজ্ঞাত। ৬/মোছাঃ আমেনা বেগম (৩৮) স্বামী: শহিদুল ইসলাম কাজী। ৭/মোছা: গোলাপ বানু (৫০) স্বামী: মোঃ রজিব উদ্দিন কাজী। বর্তমানে তারা শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছে। আহতদের মধ্যে আরও অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গিয়েছে। পূর্ব শত্রু তার জের ধরে উক্ত ঘটনাটি ঘটে।