অপরাধএক্সক্লুসিভ

সাংবাদিক পরিচয় দানকারী মেয়ের জামাইয়ের হাতে লাঞ্চিত ৯৫ বয়সী অসুস্থ বৃদ্ধ শশুর অছিউদ্দিন মোল্লা

নারায়নগন্জ রুপগন্জ থানাধিন গুতিয়াব ব্রাক্ষন খালির মোঃ অছিউদ্দিন মোল্লা নামের এক বৃদ্ধা সম্পত্তি বিক্রির সমস্ত টাকা আত্মসাৎতের পায়তারা করছে তারই মেয়ের জামাই সাংবাদিক পরিচয় দানকারী রিয়াজ। জানা যায় অছিউদ্দিন মোল্লার প্রথম স্ত্রী পরলোকগমনের পরে মানুষিক ভাবে ভেঙ্গে পড়ে সে এবং দিনের পর দিন অসুস্থ হয়ে পড়েন।

অসুস্থ অছিউদ্দিন মোল্লাকে দেখাশুনার জন্য হাজেরা খাতুন ৫০ বছর বয়সী এক মহিলাকে বিবাহ করেন অছিউদ্দিন। হাজেরা খাতুনের ঘরে শান্তা নামের ১ কন্যা রয়েছে । তবে দিন যত অতিবাহিত হচ্ছে বৃদ্ধা ততই অসুস্থ হয়ে যাচ্ছে, যে কোনো সময় সে মৃত্যু বরণ করতে পারে ভাবিয়া তার সকল সম্পত্তি দুই পক্ষের সন্তানদের মাঝে ওয়ারিশদের বন্টন করে দেওয়া পর। তাহার অবশিষ্ট যে সম্পত্তি রয়েছে তা বিক্রি করে প্রায় ৫০ লক্ষ টাকা নিজের অসুস্থের খরচ বাবদ নিজের কাছে রাখে।

টাকার এই খবর গোপন সুত্রে তার দ্বিতীয় স্ত্রী হাজেরা খাতুনের কন্যা শান্তার স্বামী, সাংবাদিক রিয়াজ জানতে পারে। জানার পর থেকেই ইনয় বিনয় করে তার কাছে থেকে কৌশলে ৪০ লক্ষটাকা আত্মসাৎ করে এবং বাকি ১০ লক্ষ টাকার জন্য দিনের পর দিন হিংস্র হতে থাকে । রিয়াজের এই হিংস্রতায় পার পায়নি ৯৫ বয়সী বৃদ্ধা অছিউদ্দিন মোল্লা। প্রতিনিয়তই তার হুমকি ধামকির সিকার হয় বৃদ্ধা, গত ৩ মে দুপুরে সাংবাদিক পরিচয় দানকারী রিয়াজ সহ তার সহকারীরা অছিউদ্দিন মোল্লার ঘরে ঢুকে এবং তাকে তার প্রথম পক্ষের সন্তানদের হত্যা ও মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখায় রিয়াজ।

পাশাপাশি সেই বৃদ্ধাকে পৈশাবিক অত্যাচার করে আহত করে বলে জানায় অছিউদ্দিন মোল্লা। এতেও জীবনের শেষ সম্বল টুকু ছারতে রাজি না বৃদ্ধা,কোনো ভাবেই সুরাহ করতে না পেরে রিয়াজ ফিরে যায়। ভীতুকৃত আহত বৃদ্ধা রিয়াজ চলে যাওয়ায় বাচার জন্য ডাক চিৎকার করে, তার চিৎকারে আশেপাশে মানুষ ছুটে এসে অছিউদ্দিনকে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে স্ত্রী, কন্যা,মেয়ের জামাই সহ প্রায় ৬ জনের নামে রুপগন্জ থানায় অভিযোগ করে বৃদ্ধা ।

অভিযোগ করার পরে তার উপর হামলার প্রতিটি ঘটনা ক্যামেরার সামনে তুলে ধরে ছলছল চোখে বিচার চাইছেন অসুস্থ অসহায় অছিউদ্দিন মোল্লা,, ৯৫ বয়সী বৃদ্ধ অছিউদ্দিন মোল্লার উপর এমন বর্বরতার কথা স্থানীয় পত্রিকা সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরও বিচার পাচ্ছে না বৃদ্ধা ও বৃদ্ধার পরিবার। অপর দিকে অছিউদ্দিন মোল্লার প্রথম পক্ষের মেয়ে হ্যাপি এবং মেয়ের জামাইকেও মারধর করে মিথ্যা বানোয়াট গল্প সাঝিয়ে তাদের অপরাধী বানানোর পায়তারা করছে সাংবাদিক রিয়াজ এমনি মন্তব্য করেছেন হ্যাপির স্বামী ফারুল মোল্লা । সাংবাদিক সমাজের দর্পণ, সমাজেই অনিয়ম তুলে ধরা সাংবাদিকের কাজ। সাংবাদিক পরিচয় দিয়ে অনিয়ম,জুলুমবাজ কারী রিয়াজেকে অতি জরুরি আইনের আওয়াতায় আনার জোর দাবি এলাকাবাসী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button