আলফাডাঙ্গায় কর্মী সমাবেশে খন্দকার নাসিরুল ইসলাম, চেয়ারম্যানকে পেলেই গণধোলাই

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম ফরিদপুরের আলফাডাঙ্গায় এক কর্মী সমাবেশে আলফাডাঙ্গা সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন বুলবুলকে গণধোলাই দেয়ার ঘোষণা দিয়েছেন।
২৩ মে (শুক্রবার) আলফাডাঙ্গা উপজেলার বেজীডাঙ্গা কাজী আমেনা ওয়াহেদ উচ্চ বিদ্যালয় মাঠে সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশে তিনি এ ঘোষণা দেন। প্রধান অতিথির বক্তব্যে এ নেতা বলেন, শেখ হাচিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরে আলফাডাঙ্গায় তাকে ফিরিয়ে আনার দাবিতে অস্ত্র মিছিল হয়েছিলো। সেই মিছিলে আলফাডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন বুলবুল অংশগ্রহণ করেছিলো তাকে এখোনো গ্রেপ্তার করা হয়নি।
সে আজকের এই কর্মী সমাবেশ যাতে না করতে পারি গত দু’দিন ধরে সে ষড়যন্ত্র করেছে। সোহোরাব হোসেনকে দ্রুত গ্রেপ্তার করতে প্রশাসনের প্রতি দাবি জানান। তিনি নেতাকর্মীদের বলেন, বুলবুল চেয়ারম্যানকে গ্রেপ্তার না করা পর্যন্ত আপনারা ঘরে ফিরে আসবেন না। আর আপনাদেরকে বলে গেলাম আগামীকাল থেকে এই অস্ত্রধারী ভোট ডাকাত চেয়ারম্যাকে যেখানে পাবেন সেখানেই তাকে গণধোলাই দিবেন।
বেজীডাঙ্গা কাজী আমেনা ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মাসুদ মাষ্টারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুজ্জামান খসরুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস, পৌর বিএনপির আহবায়ক রবিউল হক রিপন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, আহমেদ সিকদার, উপজেলা যুবদলের আহবায়ক শাহিন মোল্যা, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মো. আমিনুর রহমান, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নেয়ামত হোসেন পারভেজ ও আলফাডাঙ্গা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আব্দুল জব্বার প্রমুখ।