অব্যাবস্থাপনা

হাতিরঝিলে অনুমতি না নিয়ে রেড ক্রিসেন্ট সোসাইটির গেট নির্মাণের চেষ্টা ক্ষুব্ধ রাজউক

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে ০৪ ফিট বাই ০৫ফিট ইটের বাউন্ডারী ওয়াল ভেঙ্গে একপকেট গেট নির্মাণ করার চেষ্টা করে হাতিরঝিল এলাকার রেড ক্রিসেন্ট সোসাইটি সংস্থা। ৩১ মে ২৫ ইং তারিখ সকাল আনুমানিক ০৯:৪০ ঘটিকায় আনসার সদস্য মোঃ আনোয়ার হোসেন দেখামাত্র আইডি নং (৮৮৪৪৪) উক্ত কাজে বাধা প্রদান করেন। পরবর্তীতে আনসার সদস্যের আদেশ অমান্য করে জোর পূর্বক গেট নির্মাণ করার চেষ্টা করলে, তাৎক্ষণিক উক্ত বিষয়টি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে অবগত করা হয়। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরবর্তি নির্দেশনা অনুযায়ী পিসি মোঃ শাহ আলম আইডি (২৭৫১৯) এপিসি মোঃ জাকির হোসেন ও আনসার সদস্য মোঃ কামাল হোসেন উভয়কে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে কাজের অনুমতিপত্র দেখতে চান। পিসি শাহ আলমকে কাজের অনুমতিপত্র দেখাতে না পরায় কাজ বন্ধ করে দেন। এবং দুইজন লেবার ও লোহার গেট সহ গেট তৈরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি আটক করে হাতিরঝিল ব্যবস্থাপনা ভবনে নিয়ে যান। পরবর্তীতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ ঘটনা স্থলে পরিদর্শন করেন এবং রেড ক্রিসেন্ট সোসাইটি ও হাতিরঝিল থানার পুলিশের আলোচনার মাধ্যমে উক্ত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। হাতিরঝিল ব্যবস্থাপনা ভবনে আটককৃত দুইজন লেবারকে পুলিশের উপস্থিতিতে রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button