চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রামে ঈদুল আজহা উপলক্ষে নূর নগর হাউজিং সোসাইটিতে বিশাল গরু-ছাগলের হাট

প্রতিবেদক: নাছির হাওলাদারঃ আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রামের অন্যতম প্রাণকেন্দ্র নূর নগর হাউজিং সোসাইটিতে (প্রকাশ ইলিয়াস ব্রাদার্সের মাঠ) বসেছে এক বিশাল কুরবানির গরু-ছাগলের হাট। বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এই অস্থায়ী হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এনে রাখা হয়েছে হাজার হাজার কুরবানিযোগ্য গরু ও ছাগল।

হাট পরিচালনা কমিটির পক্ষ থেকে জানা গেছে, নিরাপত্তা ও পশুর স্বাস্থ্য নিশ্চিত করতে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। প্রতিটি পশুর জন্য থাকছে পশু চিকিৎসকের সেবা, এবং ক্রেতাদের সুবিধার্থে থাকছে পৃথক পার্কিং এলাকা। এ ছাড়াও হাটে নজরদারিতে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ দল।

ইলিয়াস ব্রাদার্সের মাঠে বসা এ হাটটিকে ঘিরে স্থানীয় বাসিন্দা ও আশপাশের এলাকার মানুষের মাঝে ঈদের আমেজ ও ব্যস্ততা শুরু হয়ে গেছে। হাটে আগত ক্রেতারা জানাচ্ছেন, এ বছর গরুর দাম তুলনামূলক স্থিতিশীল রয়েছে, যা মধ্যবিত্তদের জন্য স্বস্তিদায়ক।
স্থানীয় এক গরু ব্যবসায়ী বলেন, “আমরা বরিশাল, কুষ্টিয়া, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে গরু এনেছি। হাটে ভালো ক্রেতার উপস্থিতি রয়েছে। আশা করছি ভালো বেচাকেনা হবে।”

চট্টগ্রাম সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতায় এ হাট চলবে ঈদের আগের দিন পর্যন্ত। আয়োজকেরা জানান, স্বাস্থ্যবিধি ও হাইজিন বজায় রেখে ক্রেতা-বিক্রেতাদের নিরাপদে কেনাবেচা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।

এটি এখন পর্যন্ত চট্টগ্রামের অন্যতম বৃহৎ কুরবানির হাট হিসেবে বিবেচিত হচ্ছে, যা স্থানীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে বলেও আশা করা যাচ্ছে।
শেষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button