লাকসামে ৫ নেতার প্রতিযোগিতায় কে থাকছে এগিয়ে

মোঃ খোরশেদ আলমঃ শীগ্রই লাকসাম পৌরসভা স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব দেওয়া হবে। আর এই দায়িত্ব পাওয়ার জন্য ইতিমধ্যেই ৫ জন নেতাকে দেখা যাচ্ছে সর্বস্তরের নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হতে।
এই ৫জন নেতার মধ্যেই দেখা যায় সভাপতি ও সাধারণ সম্পাদক হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে।
প্রশ্ন আসে, কেন্দ্রীয় বিএনপির শিম্পবিষয়ক সম্পাদক আবুল কালাম এর রাজনীতির শুরুতেই যারা মনে প্রাণে ও নির্যাতনের স্বীকার হয়েছে আছে তাদের জায়গা কোথায় হবে? এইদিকে বিএনপির কেন্দ্রীয় এই নেতার কর্মী হয়ে শুরু থেকেই যারা সাথে আছেন তাদের মধ্যে ২ জনের নাম সর্বস্তরের নেতাকর্মীদের মুখে শোনা যায়। যারা বিগত দিনে রাজনীতির কারণে হামলা মামলা থেকে শুরু করে বিভিন্ন ভাবে হয়রানির স্বীকার হয়ে আসছিলেন, তাদের মধ্যে মোঃ মাইন উদ্দিন রুবেল ও মোঃ জাহিদ হোসেন রিপন এর নাম উল্লেখ্য যোগ্য।
পরে যারা সম্পৃক্ত হয়ে বিভিন্ন ভাবে নির্যাতনের স্বীকার হয়েছেন তাদের মধ্যে আলোচনায় আছে রায়হান আহমেদ সুমন, মোঃ মেজবাহুল ইসলাম ফয়সাল এবং মোঃ আলী হায়দার মামুন।
সুন্দর ও মনোরম পরিবেশে আয়োজিত কাউন্সিলের মাধ্যমে প্রকাশ করা হবে লাকসাম পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম।