ঢাকা বিভাগ

ধামরাইয়ে ভিপি জমির লিজ মানি নিয়মিতপরিশোধ  থাকা সত্বেও : পুনরায় নোটিশ প্রদান

নিজস্ব প্রতিবেদক : ঢাকার ধামরাইয়ে ভিপি জমির লিজ  মানি  নিয়মিত পরিশোধ থাকি সত্বেও একটি কুচক্রী মহলের কাছে  থেকে  অর্থের সুবিধা নিয়ে ধামরাই সহকারী কমিশনার ( ভূমি ) অফিসের মিউটেশন কাম সহকারী মোঃ: মঞ্জু মিয়া অন্য একটি পক্ষকে  ঐ  ভিপি জমির লিজ নতুন করে  পাইয়ে দেওয়ার জন্য শুনানি করার  নামে এক নাটকের এঁকেছে ।   জানাগেছে , ধামরাই উপজেলার সানোড়া মৌজার খতিয়ান নং ৪৬১ দাগ নং ১১১ জমির পরিমাণ ৩০ শতাংশ নাল জমি গত ১১-৩-২৪ তারিখে মোঃ হোসেন আলী নামে এক কৃষক লিজ নিয়ে জমি চাষাবাদ করে  আসছে  যার ভিপি কেস নং ১৫৩/৭৯ । কৃষক হোসেন আলী ঐ লিজ কৃত জমির লিজ মানি নিয়মিত পরিশোধ করে আসছে । কিন্তু একটি কুচক্রী মহলের লোভ পরে ঐ জমির উপর । এদিকে অত্র অফিসের মিউটিশন কাম সহকারী মোঃ: মঞ্জু মিয়া অর্থের সুবিধা নিয়ে নতুন লিজ প্রদানের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে ।

উল্লেখ্য থাকে যে মিউটেশন কাম সহকারী মোঃ: মঞ্জু মিয়া আশুলিয়া সার্কেলে চাকুরী কালিন সময় দূর্নীতি ও অনিয়মের দায়ে অভিযোক্ত হয় ।

এব্যাপারে ধামরাই সহকারী কমিশনার ( ভূমি ) সাফফাত আরা সাঈদের সাথে একাধিক যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button