ডাক্তার না হয়েও চিকিৎসা সেবা: চট্টগ্রাম দক্ষিণ বাকলিয়ার ‘ডা. এহসানুল হক বাবর’ আসলেই কি চিকিৎসক?

নাছির হাওলাদার চট্টগ্রাম: চট্টগ্রাম, ২৯ জুন ২০২৫- চট্টগ্রামের দক্ষিণ বাকলিয়া এলাকায় ‘ডা. এহসানুল হক বাবর’ নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে নিজেকে একজন অভিজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে সাধারণ মানুষের চিকিৎসা করে যাচ্ছেন। তবে অনুসন্ধানে জানা গেছে, তিনি প্রকৃতপক্ষে একজন ভুয়া ডাক্তার। তার একমাত্র শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস, যার পর কোনো স্বীকৃত মেডিকেল ডিগ্রি বা প্রশিক্ষণের প্রমাণ মেলেনি।
স্থানীয়দের অভিযোগ, এহসানুল হক বাবর চিকিৎসার নামে রোগীদের ভুল ওষুধ দিচ্ছেন এবং অনেক সময় গুরুতর রোগ নির্ণয়ে ভুল পরামর্শ দিয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছেন। অনেকেই শুরুতে না জেনে তার কাছে চিকিৎসা নিলেও পরে বিপদে পড়ে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন চট্টগ্রামের অন্যান্য হাসপাতাল থেকে।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, “আমার ভাই জ্বরে ভুগছিল, বাবর সাহেবের কাছে নিয়ে গেলে উনি ওষুধ দেন। কিন্তু অবস্থার অবনতি হলে পরে জানতে পারি ভুল ওষুধ খাওয়ানো হয়েছে। তখন বুঝি উনি আসল ডাক্তার না।
আরও উদ্বেগজনক বিষয় হলো, তিনি নিজের নামের আগে ‘ডা.’ উপাধি ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করছেন এবং দীর্ঘদিন ধরে এলাকায় একটি চেম্বার চালাচ্ছেন। চিকিৎসা সেবা জাতীয়ভাবে একটি সংবেদনশীল এবং জীবনঘনিষ্ঠ পেশা। এতে এ ধরনের প্রতারণা সাধারণ মানুষের জীবনের জন্য হুমকিস্বরূপ।
চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন এবং প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে সরকার ইতিমধ্যে কঠোর অবস্থান নিয়েছে এবং সাধারণ মানুষকে এ ধরনের প্রতারণা থেকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।
একজন ভুয়া চিকিৎসকের হাতে পড়ে সাধারণ মানুষের জীবন যেন বিপন্ন না হয়, সে জন্য প্রয়োজন স্থানীয় প্রশাসনের কঠোর নজরদারি এবং সচেতনতা বৃদ্ধি। চিকিৎসা গ্রহণের আগে সংশ্লিষ্ট চিকিৎসকের রেজিস্ট্রেশন ও ডিগ্রি যাচাই করার জন্য সকলকে অনুরোধ জানানো হচ্ছে।
এহাসানুল হক বাবর বলেন এসএসসি পাস করে রোগী দেখা যায় এবং ফিস নেওয়া জায় আমার কাছে সরকারি অনুমোদন আছে জনমনে প্রশ্ন রইল।