অন্যান্যচট্টগ্রামরাজনীতিস্বাস্থ্য

শরীর সুস্থ ও সবল রাখতে জিমের বিকল্প নেই – আবু সুফিয়ান 

রতন, বড়ুয়া, (চট্টগ্রাম): গতকাল ১৬ আগষ্ট শনিবার রাতে চট্টগ্রাম মহানগরীর কালামিয়া বাজার ছাবের টাওয়ারস্থ বাহার ফিটনেস জোন এর শুভ উদ্বোধন করা হয়েছে । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান । এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

বাংলাদেশ মানবাধিকার ফোরাম কেন্দ্রীয় মহাসচিব সাংবাদিক আকতার উদ্দিন রানা , বাহার ফিটনেস জোনের স্বত্বাধিকারী ও চাটগাঁ টিভির পরিচালক হাজী বাহার উদ্দিন ,ফোরামের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি জি এম মাহবুব হোসেন, বাকলিয়া বিএনপি নেতা হাজী মহিউদ্দিন ।  আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা লোকমান মিয়া, ব্যাবসায়ী আকবর, প্রবাসী হারুনুর রশিদ, মোহাম্মদ হারুনুর রশিদ, মোহাম্মদ জসিম, সাংবাদিক স ম জিয়াউর রহমান, সাংবাদিক রতন বড়ুয়া ,এডভোকেট রহুল ইকবাল পটল, ব্যাবসায়ী নেছার ,  প্রশিক্ষক সহিদ লালু ,নয়ন প্রমুখ  । 

উদ্বোধন শেষে প্রধান অতিথি বলেন শরীর সুস্থ ও সবল রাখতে জিমের বিকল্প নেই । তাছাড়াও বর্তমান যুব সমাজ বিপথে পরিচালিত না হওয়ার জন্য এই জিম বা বিনোদন কেন্দ্রে সংযুক্ত হওয়ার আহবান জানান । তিনি বাহার ফিটনেস জোন এর ব্যায়ামের অত্যাধুনিক সরঞ্জমাদি দেখে ফিটনেস জোন কতৃপক্ষকে ধন্যবাদ জানান । চট্টগ্রামের অন্যতম ব্যাস্ততম এলাকায় এধরনের একটি প্রতিষ্ঠান করায় বাহার ফিটনেস জোনের ভূয়সী প্রশংসা ও উত্তোরত্তোর সফলতা কামনা করেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button