আইপিএলের মাঝপথেই ফিরে গেলেন আমলা

0
1673

কঠিন হাতে বোলারদের শাসন করে বীর বেশেই দেশে ফিরে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান হাশিম আমলা।

সবাই ভাবতো আমলা বুঝি টি-টোয়েন্টির জন্য উপযুক্ত নয়। কিন্তু ব্যাট হাতে বুঝিয়ে দিয়ে গেলেন, কোনো ফরম্যাটেই তিনি কম যান না।
এবারের আইপিএলে আমলা কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ম্যাচ খেলেছেন মোট ১০টি। ৬০ গড়ে তার রান ৪২০।
সেঞ্চুরি ও ফিফটি হাঁকিয়েছেন দুটি করে। তার পারফরম্যান্সে ম্লান হয়ে গেছেন ম্যাক্সওয়েল, মার্শের মতো তারকারা। ম্যাক্সওয়েল ১১ ম্যাচে করেছে ২১৯ রান। আর মার্শ ৬ ম্যাচে করেছেন ২১৮ রান।
এবারের আইপিএলে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক আমলা। বাকি চারজনই খেলেছেন তার চেয়ে দুটি করে বেশি ম্যাচ।
এতো ভাল খেলা স্বত্ত্বেও পাঞ্জাবকে আর সময় দিতে পারছেন না তিনি। কারণ ২৪ মে থেকে ইংল্যান্ডের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা।
এরআগে দলের অনুশীলন শুরু হবে। আমলা, ডেভিড মিলারদের তাই ফিরে যেতে হচ্ছে দেশে।
এই মুহূর্তে পাঞ্জাব ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচ নম্বর স্থানে অবস্থান করছে। সানরাইজার্সের সঙ্গে তাদের লড়াই হবে সেয়ানে সেয়ানে।
দলের এমন অবস্থায় আমলাকে ভীষণ মিস করবে প্রীতি জিনতার দল।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

9 + twenty =