বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত রিপোর্টে কারও নাম নেই : পাপন

0
73

বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত রিপোর্টেব্যক্তিগতভাবে কাউকে দোষী করা হয়নি। ৩ পাতার পুরো প্রতিবেদনের কোথাও
কারোর নাম নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
আজ শনিবা র (৯ মার্চ) মিরপুরে বিসিবির দশম বোর্ডমিটিং শেষের সাংবাদিকদের এক প্রশ্নে এমনটাই বলেন তিনি।
নিজের পকেটে থাকা রিপোর্টটি বের করে পাপন জানান, এখানে কারোর নাম নেই। এমনকি বোর্ডপরিচালকদের
রিপোর্টটি দেওয়া হবে বলেও জানান তিনি।


বোর্ডসভা শেষে তিনি বলেছেন, ‘আমাকে চেয়ারম্যান একটা রিপোর্টই দিয়েছে। এখানে কোনো পরিচালক দূরে থাক,
এমন কোনো লাইনই নেই, শব্দও নেই। এরকম রিপোর্টতো প্রতিদিনই আসে। আমাকে যে রিপোর্টদেওয়া হয়েছে
এখানে কিচ্ছুনেই। আজ আমি জালাল ভা ই, সুজন ও কয়েকজন পরিচালকের সামনে পুরো রিপোর্টপড়ে শুনিয়েছি।
বলেছি দেখেন কোথায় কী আছে। উনারা দেখলেন এরকম কিচ্ছুনেই। এর বাইরে কেউ কিছুবললে আমাদের করার
কিছুথাকে না।’
তবে প্রতিবে দনে বেশ কয়েকটি পরামর্শদেওয়া হয়েছে। যা নিয়ে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন,
‘অলরেডি কাজ হচ্ছে। আপনাদের তো বোঝার কথা। অনেক পরিবর্তিন দেখার কথা এতদিন। আজ আমি বলেছি আজ
সবাইকে রিপোর্টটা দিয়ে দিতে। আর যে দুজনের নাম এসেছিল, আজ আমি তা দের পড়ে শুনিয়েছি প্রতিটি লাইন।
যেসব নিয়ে আলাপ হচ্ছে সেসব কথা আমাকে যে রিপোর্টদেওয়া হয়েছিল সে সবের মধ্যে নেই।’

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

5 × 2 =