মোজায় ‘আল্লাহ’ লেখা, সেই দোকানে ককটেল হামলা

0
20

দোকানে মিলেছে ‘আল্লাহ’ লেখা মোজা। এরপর সেই দোকানো ককটেল বিস্ফোরণ ঘটেছে। শনিবার (৩০ মার্চ) বার্তা
সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আল্লাহ মুদ্রিত মোজা বিক্রির জন্য রাখা দোকানটিতে মলোটভ ককটেল নিক্ষেপ করা হয়েছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে দোকানের প্রবেশপথে আগুন লেগে যায়। আর ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ায়।
দেশটির স্বনামধন্য প্রতিষ্ঠান কেকে সুপারমার্টের বিরুদ্ধে এ অভিযোগ ওঠে। কোম্পানির মালি চাই কি কান ও তার স্ত্রী
লোহ সিউ মুইয়ের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগের কয়েক দিন পর এ ককটেল বিস্ফোরণ ঘটেছে।
মালয়েশিয়ার পূর্বাঞ্চলের কুয়ানতান শহরের পুলিশ প্রধান ওয়ান মোহাম্মদ জাহারি ওয়ান বুসু বলেন, কেকে মার্টের
শাখাটিতে স্থানীয় সময় ভোরের কিছুক্ষণ আগে ককটেল বিস্ফোরণ ঘটে।

বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ককটেল বিস্ফোরণের বিষয়টি তদন্তাধীন। আল্লাহ শব্দখচিত মোজার ঘটনার সঙ্গে
ককটেল বিস্ফোরণের সম্পর্কথাকতে পারে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, বিস্ফোরণে আগুন ধরে যাওয়ার পর কর্মচারীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সংবাদমাধ্যম জানিয়েছে, অনলাইনে মোজার ছবি ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে বিতর্কচলছে। পবিত্র রমজানে কেনাকাটা
করতে গিয়ে বিষয়টি সামনে আসে। এতে মুসলিমরা ক্ষুব্ধ হন। এ ছাড়া মালয়েশিয়ার রাজা ও রাজনৈতিক নেতারা এ
ঘটনার সমালোচনা করেছেন।
মালয়েশিয়ার রাষ্ট্রীয় ধর্মইসলাম। দেশটির মোট জনসংখ্যার দুই তৃতীয়াংশ মানুষ মুসলিম। যা সংখ্যায় প্রায় তিন কোটি
৪০ লা খ। গত সপ্তাহে মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ইস্কান্দার চাইয়ের এ আচরণের নিন্দা জানিয়েছেন। এ ছাড়া
তিনি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
দেশটির রাজপ্রাসাদ থেকে এ ধরনের আচরণকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রী আনোয়ার
ইব্রাহিমও কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

এএফপি জা নিয়েছে, দেশটির আইনানুসারে অভিযুক্তরা দোষী সাব্যস্ত হলে এক বছরের কারাদণ্ড বা জরিমানা অথবা
উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

17 − fourteen =