উজিরপুরের শিকারপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়নপত্র দাখিল চেয়ারম্যান পদে ৪,সংরক্ষিত মহিলা পদে ১৪ ও সাধারণ সদস্য পদে ৩৩

0
1430

উজিরপুর প্রতিনিধি: উজিরপুরের শিকারপুর ইউপি নির্বাচনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়েছে। গতকাল মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সকাল থেকে বিকাল ৫ টা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে চেয়ারম্যান পদে ৪ জন,সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন ও সাধারণ সদস্য পদে ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা নির্বাচন অফিসার জসিম উদ্দিন জানান, চেয়ারম্যান পদে আ’লীগের প্রার্থী মো: সরোয়ার হোসেন, বিএনপির মীর কামরুজ্জামান পিকিং, স্বতন্ত্র সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবুল কালাম সরদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এর আ: গফফার, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১,২ ও ৩ নং ওয়ার্ডে আলেয়া বেগম, মোসা: রাবেয়া বেগম, সোনালী বেগম, সুবর্না আক্তার মুনা, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডে মোসা: মাসুদা বেগম, শিমু বেগম, মোসা: শিউলি বেগম, আসমা বেগম, মুকুল শরীফ, ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে মোসা: হাসিনা বেগম, আভা রানী হালদার, রীতা দাস, রেনু বেগম, মাহাবুবা বেগম, সাধারণ সদস্য পদে ১ নং ওয়ার্ডে জুবায়ের মিয়া, শফিকুল ইসলাম, ২ নং আনোয়ার হোসেন, বাচ্চু সরদার, ৩ নং নজরুল ইসলাম, ইউসুফ হোসেন, আবুল বাশার, ৪ নং সেলিম মুন্সী, শাকিল মাহমুদ বাচ্চু, ফরিদ সিকদার, ৫ নং এমদাদুল হক খোকন, জাকির মাহমুদ ফরিদ, আবুল কালাম, ইব্রাহিম খলিল সান্টু, ৬ নং হানিফ হাওলাদার, ফরিদ খান, আলমগীর কবির খান, পরিতোষ শীল, রিয়াজ খান, ৭ নং নাজমুল হক মুন্না, কাদের বয়াতী, চুন্নু বেপারী, মঞ্জুর হোসেন, কামাল হাং, গোপাল গাইন, ৮নং আশ্রাব আলী রাঢ়ী, পরিমল চন্দ্র দাস, মাইনুল হাওলাদার, আবুল বাশার সিকদার ও ৯নং ওয়ার্ডে আবু হানিফ হাং, ওয়াজির মামুন, ফিরোজ হাওলাদার, শেখর মিস্ত্রী, দুলাল হাওলাদার মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ৩০ এপ্রিল যাচাই-বাছাই, ৭ মে মনোনয়ন প্রত্যাহার এবং ২৩ মে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন ও রির্টানিং অফিসার মো: জসিম উদ্দিন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

twenty + four =