খুলনায় ঘুষ গ্রহণকালে সেটেলমেন্ট অফিসার ও চেইনম্যান গ্রেফতার

0
1114

খুলনায় ঘুষ গ্রহণকালে হাতেনাতে গ্রেফতার হয়েছেন সহকারী সেটেলমেন্ট অফিসার সৈয়দ শফিউল আলম ও চেইনম্যান মো. বুলবুল। সৈয়দ শফিউল আলম বাগেরহাটের চিতলমারী উপজেলার সহকারী সেটেলমেন্ট অফিসার। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় খুলনার কর্মকর্তারা বুধবার বিকাল ৩টায় নগরীর সোনাডাঙ্গা থানা এলাকার নিউমার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করেন।
দুদক খুলনার সহকারী পরিচালক মাহাতাব উদ্দিন ও সাতক্ষীরা জেলার তালা উপজেলার বাসিন্দা আজিজুর রহমান শেখ জানান, একটি জমিজমা সংক্রান্ত মামলার বিষয়ে আপিল করেন আজিজুর রহমান। এই আপিলের রায় পক্ষে দেয়ার জন্য চিতলমারী উপজেলার সহকারী সেটেলমেন্ট অফিসার সৈয়দ শফিউল আলম ও চেইনম্যান বুলবুল তিন লাখ টাকা ঘুষ দাবি করেন। সে অনুযায়ী ইতিপূর্বে সৈয়দ শফিউল আলম ৪৫ হাজার টাকা গ্রহণ করেন। গতকাল তিনি আরও ২০ হাজার টাকা নিতে আসেন খুলনার নিউমার্কেট এলাকায়। সেখানে ওতপেতে থাকা দুদুকের কর্মকর্তারা টাকা লেনদেন করার সময় হাতেনাতে গ্রেফতার করেন সৈয়দ শফিউল আলম ও মো. বুলবুলকে। দুদক খুলনার সহকারী পরিচালক মাহাতাব উদ্দিন জানান, এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় একটি মামলা করা হয়েছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

five × 5 =