ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পুলিশের বেপরোয়া চাঁদাবাজি :

0
1345

স্টাফ রিপোর্টার , ধামরাই থেকে ফিরে :
ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে চাঁদাবাজিতে বেপরোয়া হয়ে উঠেছে হাইওয়ে ও ধামরাই থানা পুলিশ । ভুক্তভোগীদের সাথে কথা বলে জনাগেছে, ইসলামপুর থেকে বারবাড়িয়া পর্যন্ত ২০ কিলোমিটার মহাসড়কে দীর্ঘ দিন ধরে পুলিশের ব্যাপক চাঁদাবাজি চলে আসছে । মহাসড়কে চলাচলকারী বাস, ট্রাক, মাইক্রোবাস, কাভার্ডভ্যান এমনকি মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র দেখার নামে টাকা আদাঁয় করা হচ্ছে । আর টাকা না দিলে মালামাল পরিবহনকারী যানবাহনগুলোকে আনলোডের হুমকি দেয়া হচ্ছে । অনুসন্ধানে জানাগেছে, ধামরাই উপজেলার ইসলামপুর, কচমচ, বারবাড়িয়া , ডাউটিয়া নামক স্থানে মহাসড়কে হাইওয়ে ও থানার পুলিশের চাঁদাবাজি চলছে । এর মধ্যে ইসলামপুর, কচমচে যানবাহন থেকে চাঁদা আদায় করছে ধামরাই থানা পুলিশ ।  এ,ছাড়া বারবাড়িয়া চেকপোষ্টের নামে চাঁদা তুলছে হাইওয়ে পুলিশ । দিনে ও রাত্রে প্রকাশ্যে বিভিন্ন যানবাহন থামিয়ে ৩০০/৫০০ টাকা হারে চাঁদা তুলছে পুলিশ ।  রাতের বেলা কোন যানবাহন ধামরাইতে ঢুকলেই প্রথমে বাথুলী স্কেলের পাশে হাইওয়ে টহলরত পুলিশকে  চাঁদা দিতে হয়। এর পর ফের পুলিশকে টাকা দিতে হয় ডাউটিয়াতে । তারপর আবারো কচমচে । শেষ চাঁদা দিতে হয় পুলিশকে ইসলামপুরে । ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাইতে চার স্থানে অন্তত ২০০ টাকা করে দিলেও প্রতিটি যানবাহনকে ৮ শত টাকা চাঁদা দিতে হচ্ছে পুলিশকে । এতে অসহায় হয়ে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যানবাহনের  চালকরা । অন্যদিকে মোটরসাইকেলের চালকরা জানিয়েছেন, বৈধ কাগজ ও ড্রাইভিং লাইসেন্স থাকার পরে ও হেলমেট না পরার অজুহাতে পুলিশ ৩০০-৫০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করছে । যদি ও হেলমেট না পরার কারনে মাত্র ১০০ টাকা জরিমানা করার বিধান রয়েছে । ঢাকা-আরিচা মহাসড়কে পুলিশের চাঁদাবাজী নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিক ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হলেও পুলিশের উর্ধত্বন কমকর্তারা কোন আইনি পদক্ষেপ নিচ্ছে না ।এ সুযোগে ধামরাই থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ আইনকে বৃদ্বা আঙ্গুীল প্রদশর্ন করে দাঁপিয়ে বেড়াচ্ছে ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

two × two =