নিখোঁজের ৫দিন পর সিলেট বাস ষ্টেশনের চায়ের দোকান থেকে দু’সহোদর স্কুল ছাত্র উদ্যার

0
1316

নিজস্ব প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুরে একই পরিবারের দুই সহোদর স্কুলছাত্র নিখোঁেজর ৫দিন পর সিলেট কুমারগাঁও বাষ্ট ষ্টেশনের একটি চায়ের দোকান থেকে পুলিশ শুক্রবার রাতে উদ্যার করেছে।’ উদ্যার হওয়া দু স্কল ছাত্র হলো, উপজেলার বালিজুরী ইউনিয়নের বালিজুরী গ্রামের সাইদুল ইসলামের শিশু পুত্র আবু সুফিয়ান (১৩) ও আবু তালহা (১১)।
জানা গেছে , তাহিরপুরের বালিজুরীর একই পরিবারের মাধ্যমিক স্কুলে পড়–য়া দু’সহোদর স্কুল ছাত্র গত ৩ জুন সোমবার আবু সুফিয়ান  ও আবু তালহা গত ৩ জুন সোমবার সকালে বাড়ি থেকে বেড়িয়ে গিয়ে আর ফিরে আসেনি।’ বিকাল অবধি গড়িয়ে রাতেও তারা বাড়ি ফিরে না আসায় অবিভাবক ও স্বজনরা তাদের খোঁজাখুঁজি করেন। মঙ্গলবার দিনভর অপেক্ষার পর দু’শিশু পুত্র ফিরে না আসা ও তাদের সন্ধান না পেয়ে রাতে সাইদুল ইসলাম তাহিরপুর থানায় একটি সাধারন ডায়েরি করেন।’ আবু সুফিয়ান ও আবু তালহা উপজেলার বালিজুরী হাজি এলাহি বক্স উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।’ এদিকে দু’ স্কু ছাত্র নিখোঁজের বিষয়টি অধিক গুরুত্ব সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান বিপিএম ও সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খাঁন পুরিশের কয়েকটি টিমকে ওই দু’স্কুল ছাত্রকে দ্রুত উদ্যারে বিশেষ নির্দেশনা প্রদান করেন।’ পুলিশ তথ্য প্রযুক্তি ও একাধিক সোর্সের মাধ্যমে নি্িশ্চত হয়ে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সিলেট কুমারগাঁস্থ সিলেট-সুনামগঞ্জ বাস ষ্টেশনের মামুর চায়ের দোকান থেকে উদ্যার করে রাতেই সিলেট থেকে ওই শিক্ষার্থীদের নিয়ে সুনামগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা দেয়।’
সুনামগঞ্জ পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খাঁন শুক্রবার রাতে এ প্রতিবেদকের নিকট দু’স্কুল ছাত্র উদ্যারের বিষয়টি নিশ্চিত করে বলেন , ওই দু. স্কুল ছাত্রের েিখাঁজের বিসয়টি জানতে পেওে ডিআইজ স্যার এবং আমি বিষে গুরুত্ব সহকারে নির্দেশনা দিয়ে পুলিশের কয়েকটি টিমকে তাদের সন্ধান ও উদ্যারে নিয়োজিত করি, কোন ধরণের ক্ষয়-ক্ষতি ছাড়াই ওই দু’সহোদরকে পুলিশ শুক্রবার রাতে উদ্যার করতে সক্ষম হয়েছে, তবে কী কারনে ওই দু’সহোদর স্কুল ছাত্র বাড়ি থেকে নিখোঁজ হয়েছিলো তা এখনো জানা না গেলেও তাদের সাথে কথা বলার পরই এ বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

14 − 7 =