‘নৃশংস স্বৈরশাসক’ ছিলেন কাস্ত্রো: ট্রাম্প

0
1041

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবার প্রয়াত বিপ্লবী ফিদেল কাস্ত্রোকে একজন ‘নৃশংস স্বৈরশাসক’ বলে আখ্যায়িত করেছেন।
কিউবার মহান এ বিপ্লবীর মৃত্যুর কয়েক ঘণ্টা পর এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। খবর বিবিসি, সিএনএনের।

বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘আজ বিশ্ব একজন নৃশংস স্বৈরশাসককে হারাল, যিনি প্রায় ৬ দশক ধরে তার দেশের জনগণকে নিপীড়ন করেছেন। ফিদেল কাস্ত্রোর উত্তরাধিকার (লেগাসি) হচ্ছে ফায়ারিং স্কোয়াড, চুরি, অকল্পনীয় দুর্ভোগ, দারিদ্র্য এবং মৌলিক মানবাধিকার অস্বীকার।’

তিনি বলেন, ‘কিউবা এখনও একটি একনায়কতান্ত্রিক দেশ। আমার আশা দীর্ঘদিন সেখানে যে বিভীষিকা চলেছে, আজ থেকে তার অবসান হবে এবং কিউবার চমৎকার জনগণ ভবিষ্যতে একটি মুক্ত সমাজে বাস করতে পারবেন, যেটা তাদের একান্তই প্রাপ্য।’

ট্রাম্প আরও বলেন, ‘কাস্ত্রোর মৃত্যুর পর কিউবার জনগণ যাতে সমৃদ্ধি ও মুক্তির পথে যাত্রা শুরু করতে পারেন সেটা নিশ্চিত করার জন্য আমাদের প্রশাসন সম্ভব সব কিছুই করবে।’

এর আগে এক টুইট বার্তায় কোনো মন্তব্য না করে ট্রাম্প বলেছিলেন, ‘ফিদেল কাস্ত্রো প্রয়াত।’

ভোটের আগেই ট্রাম্প কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের সমালোচনা করেছিলেন এই বলে যে, সেখানে মতপ্রকাশের স্বাধীনতা না দেয়া হলে তিনি প্রেসিডেন্ট বারাক ওবামার উদ্যোগ মেনে নেবেন না।

শুক্রবার কিউবার রাজধানী হাভানায় ৯০ বছর বয়সে মারা যান ফিদেল কাস্ত্রো। ফিদেলের ভাই এবং বর্তমান প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

কিউবার কমিউনিস্ট বিপ্লবের কিংবদন্তি এ নেতার মৃত্যুতে ৯ দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে দেশটি। আগামী ৪ ডিসেম্বর সান্তিয়াগো ডে কিউবাতে তাকে সমাহিত করা হবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

11 − nine =