মুক্তিযোদ্ধা যাচাই বাচাইয়ে অনিয়মের অভিযোগ

0
1389

ভোলা জেলা লালমোহন উপজেলায় প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই বাচাইয়ে অনিয়মের অভিযোগ। গত ২২.০৪.২০১৭ইং তারিখে যাচাই বাছাই প্রক্রিয়ায় প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে মুক্তিযোদ্ধা তালিকায় লিপিবদ্ধ না করায় এলাকার মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ তালিকা বাতিলের দাবি করে বীর মুক্তিযোদ্ধার সন্তান ইব্রাহিম বাবুল জানায় আমার পিতা মরহুম আব্দুল ওহাব, পিতা-মৃত ইঞ্জজত আলী, সাং-লেজছকিনা, ডাকঘর-ডাওরীর হাট, থানা-লালমোহন, জেলা-ভোলা যাহার ডি.জি.নং-ডিজি১২০২৮৪৯, য্দ্ধুকালীন সেক্টর নং-৯ এ যুদ্ধ করেন। পরবর্তীতে ভোলা জেলার লালমোহন থানায় প্রকাশিত মুক্তিযোদ্ধাদের তালিকা (অর্ন্তভূক্তি) নং ১৬৪ তারিখ ১৬.০৭.২০০৯ইং। মরহুম আব্দুল ওহাব এর ছেলে ইব্রাহিম বাবুল আরো জানান আমার পিতা মৃত্যুর আগে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি না পাওয়ায় আমার পিতার পক্ষে গত ২৮.০৪.২০১৪ই তারিখ যাহার ডিজি নং ২০৩৭২ মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ে মন্ত্রী মহোদয়ের বরাবরে একটি লিখিত আবেদন করা হয়। যাহাতে উল্লেখ করা হয় আমার পিতা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। চুড়ান্ত মুক্তিযোদ্ধা গেজেটে আমার পিতার নাম অর্ন্তভূক্তি করার মাধ্যমে মৃত্যুর পরও তাহাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। র্দীঘ সময় পার হলেও সম্প্রতি মুক্তিযোদ্ধা যাচাই বাচাইয়ে স্বজন প্রীতির মাধ্যমে যাহাদের কাগজ পত্র ঠিক নাই তাদের মুক্তিযোদ্ধা তালিকা নাম দেওয়া হয় কিন্তু মরহুম আব্দুল ওহাব এর নাম অর্ন্তরভূক্তি করা হয় নাই। পূর্ন তদন্ত পূর্বক প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রনয়নে সংশ্লিষ্ট প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

five + six =