রেলের উন্নয়ন হচ্ছে ফলে জনগন এর সুফল পাচ্ছে -রেলপথ মন্ত্রী

0
768

রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক বলেছেন, বর্তমান সরকার রেল খাতের প্রতি অধিক গুরুত্ব দিয়েছে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা রেলপথ মন্ত্রণালয় গঠন করেছেন। তার ফলে আমরা নতুন প্রকল্প গ্রহন করতে পারছি। এ সরকারের আমলে অনেক প্রকল্প ইতোমধ্যে শেষ হয়েছে। অনেক প্রকল্প চলমান আছে। এগুলো শেষ হলে জনগন রেলের মাধ্যমে আরও উন্নত সেবা পাবে বলে মন্ত্রী উল্লেখ করেন।
মন্ত্রী আজ রেলভবনে বাংলাদেশ রেলওয়ের কুলাউড়া-শাহবাজপুর সেকশনের পুনর্বাসন প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুঠানে এসব কথা বলেন।
রেল মন্ত্রী এ সময় বলেন, রেলখাত এগিয়ে চলেছে। জনগন এর সুফল পাচ্ছে। ভবিষ্যতে রেলখাত আরও এগিয়ে যাবে। সারাদেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে। নতুন লাইন নির্মিত হচ্ছে ,পুরানো লাইন সংস্কার করা হচ্ছে, নতুন কোচ, ইঞ্জিন আনার মাধ্যমে সেবার পরিধি আরও বাড়ানো হচ্ছে বলে মন্ত্রী উল্লেখ করেন।
এ সময় চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশের পক্ষে বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) মোঃ আঃ হাই এবং ঠিকাদারী প্রতিষ্ঠান ভারতের কালিন্দী রেল নির্মান এর ভাইস প্রেসিডেন্ট ওভারসিস প্রজেক্ট শারদ শর্মা। ভারতের লাইন অব ক্রেডিট এর অর্থায়নে প্রকল্পটি নির্মিত হচ্ছে।
প্রকল্পের আওতায় বাধ, সেতু নির্মান, স্টেশন ভবন, প্লাটফরম, শেড নির্মাণ, লেভেল ক্রসিং, রেল লাইন সংস্কার রয়েছে। ঠিকাদারের সাথে প্রকল্পের চুক্তি মুল্য ৫৪৪ কোটি ৮৬ লাখ ৭৭ হাজার ৬৩৯ টাকা। এতে মোট মেইন লাইন ৪৪.৭৭ কি.মি. এবং লুপ লাইন ৭.৭৭ কি.মি. সংস্কার করা হবে। চুক্তির শর্ত অনুযায়ী চুক্তির তারিখ থেকে ২৪ মাসের মধ্যে কাজ সম্পন্ন হবে।
এ অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আমজাদ হোসেন সহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শশী কুমার সিংহ এতে সভাপতিত্ব করেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

2 × 4 =