সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ ভাষানী স্মৃতি পদক পেলেন সাংবাদিক আশিক

0
1658

প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) ঃ সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ মফস্বলে শ্রেষ্ট টেলিভিশন সাংবাদিক হিসেবে ভাষানী স্মৃতি পদকে ভূষিত হলেন, চ্যানেল জিটিভি’র নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি, মরণনেশা বিরোধী আন্দোলনের সভাপতি, দৈনিক সংবাদের রূপগঞ্জ প্রতিনিধি ও রূপগঞ্জ প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক সাংবাদিক আশিকুর রহমান হান্নান। শুক্রবার সন্ধ্যায় শিশু-কিশোর সংগঠন ‘সংশপ্তক’ এর ২৭ বছর পূর্তি উপলক্ষ্যে রাজধানীর সেগুনবাগিচায় আখতার ইমাম প্রিয়প্রাঙ্গন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা, গুণিজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাংবাদিক আশিকুর রহমান হান্নান ও অন্যান্য গুণীজনের হাতে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা পদক তুলে দেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক কুদ্দুস আফ্রাদ। সাংবাদিকতায় ফিচার, রিপোর্টিং ও দৃঢ়সংকল্পের জন্য এবং দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও মাদক বিরোধী ধারাবাহিক প্রতিবেদনের মাধ্যমে সাহসি ভুমিকা রাখায় প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে এই পদকে ভূষিত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংশপ্তকের সভাপতি আনিসুল হক বিপ্লব ও অনুষ্ঠান পরিচালনা করেন, সংশপ্তকের সাধারন সম্পাদক সুজয় মন্ডল। এদিকে, সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ মফস্বলে শ্রেষ্ট টেলিভিশন সাংবাদিক হিসেবে ‘ভাষানী স্মৃতি পদক’ লাভ করায়, চ্যানেল জিটিভি’র নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি, মরণনেশা বিরোধী আন্দোলনের সভাপতি ও রূপগঞ্জ প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক সাংবাদিক আশিকুর রহমান হান্নানকে অভিনন্দন জানিয়েছেন, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) ও তারাবো পৌরসভার মেয়র গাসিনা গাজী

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

fourteen − two =