সাতকানিয়া থানা পুলিশ কর্তৃক ০২ জন রাজনৈতিক মামলার পলাতক আসামী এবং ১টি সিআর পরোয়ানার পলাতক আসামী গ্রেফতার।

সাতকানিয়া থানা পুলিশ কর্তৃক ০২ জন রাজনৈতিক মামলার পলাতক আসামী এবং ১টি সিআর পরোয়ানার পলাতক আসামী গ্রেফতার হয়েছে।
চট্টগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব সাইফুল ইসলাম সানতু মহোদয় এর নির্দেশনায় সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মোস্তফা কামাল খান এর তত্ত্বাবধানে-১১/০২/২০২৫খ্রিঃ তারিখ ১৭:৩০ ঘটিকার সময় সাতকানিয়া থানাধীন জানার কেঁওচিয়া ও সোনাকানিয়া এলাকায় অভিযান পরিচালনা করিয়া গোপন সংবাদের ভিত্তিতে এসআই(নিরস্ত্র)/ আনোয়ারা হোসেন পাটোয়ারী সঙ্গীয় ফোর্সের সহায়তায় ১। মোঃ ছাদেক(৪৮), পিতা-মৃত আব্দুর রহমান, মাতা-মৃত খুইল্যা বিবি, সাং-সোনাকানিয়া, তাতি পাড়া, চেমনের বর বাড়ী, ৩নং ওয়ার্ড, ১৭নং সোনাকানিয়া ইউপি, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম ২।মোঃ শাজাহান (৪৮), পিতা- মোঃ সোলেমান, মাতা- আয়েশা বেগম, সাং- উত্তর ঢেমশা, ০৫নং ওযার্ড, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম। এবং সিআর পরোয়ানার এর আসামী দ্বীপক চৌধুরী, পিতা- অন্নদা চৌধুরী, সাং- চৌধুরী বাড়ী, শিবু মাষ্টারের বাড়ী, কালিয়াইশ, মাষ্টার হাট ০৮নং ওয়ার্ড, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রামকে ধৃত করেন।