মিডিয়া

গোয়েন্দা ডায়েরির প্রধান সম্পাদক মতিউর রহমানের প্রতিহিংসার শিকার সিনিয়র সাংবাদিক মো: মাহবুবুর রহমান   

“প্রতিবাদ বিজ্ঞপ্তি”

প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানানো যাচ্ছে যে-জাতীয় সাপ্তাহিক গোয়েন্দা ডায়েরি পত্রিকা গত ৩০ শে এপ্রিল ২০২৫ জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে আমি মোঃ মাহবুবুর রহমান, পিতা: আবুল হাশেম মিয়া, মাতা: আলেয়া হাসেম গ্রাম: বড় বাহাদুরপুর, উপজেলা: শিবচর, জেলা: মাদারীপুর এর বিরুদ্ধে যতগুলো অভিযোগ আনা হয় তাহা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যার সঙ্গে জড়িয়ে অসত্য প্রকাশ করায় তীব্র নিন্দা জানাই।

আমি গত দীর্ঘ প্রায় ৩ বছর জাতীয় সাপ্তাহিক গোয়েন্দা ডায়েরি পত্রিকায় সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত ছিলাম। আমি কর্মরত অবস্থায় সর্বোচ্চ দায়িত্বশীল এবং সতর্কতা ও সততার সাথে সম্পাদকের সাথে পরামর্শ করে আমার দায়িত্ব পালন করেছি। প্রতিবেদনে অভিযোগ আনা হয় আমি গোয়েন্দা ডায়েরি পত্রিকার নাম ব্যবহার করে সরকারি বেসরকারি দপ্তরের সংবাদ সংগ্রহের নামে অফিসকে গোপন করে গণমাধ্যমের নীতিমালা বহির্ভূত কাজে লিপ্ত হয়ে পত্রিকাটি সুনাম ও সুখ্যাতি ক্ষুন্ন করেছি যাহা সম্পূর্ণ ভিত্তিহীন এবং অসত্য, যাহা সর্স্পূন হীন স্বার্থে অসৎ উদ্দেশ্যে, মিথ্যা, মানহানীকর । আমি এর র্তীব্য প্রতিবাদ জানাচ্ছি।

www.bortomanarthonitee.com এর কার্যালয় হিসেবে ৩৭/২ প্রীতম জামান টাওয়ার লেভেল ৩ সুইট নং ৪০১/এ , পুরানা পল্টন ঢাকা ১০০০ এর ঠিকানা ব্যবহার করা হয়েছে যাহা সম্পূর্ণ অসত্য। যাহার ভিত্তিহীন মিথ্যা তাহার প্রতি আমি তীব্র নিন্দা জানাই এবং বলা হয়েছে উত্তর ঠিকানায় দৈনিক বর্তমান অর্থনীতি পত্রিকা পোর্টালের কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি বরং এই ঠিকানায় গোয়েন্দা ডাইরির বার্তা ও বাণিজ্যিক কার্যালয় । যেহেতু এই ঠিকানা আমি ব্যবহার করিনি সুতরাং এখানে বর্তমান অর্থনীতি পত্রিকার কোন অস্তিত্ব খুঁজে না পাওয়াটাই স্বাভাবিক। এবং এখানে আরো উল্লেখ করা হয় অভিযুক্ত মাহাবুর রহমান গোয়েন্দা ডায়েরির নাম ব্যবহার করে চাঁদাবাজি ধান্দাবাজি কিংবা অসম্মানজনক ক্ষতিকর কিছু করার হীন চেষ্টায় লিপ্ত রয়েছে যাহা গোয়েন্দা ডায়েরি এবং এর সম্পাদকের জন্য হুমকি স্বরূপ । উক্ত উক্তিটি পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এবং অপসংবাদিকতার বহিঃপ্রকাশ। উক্ত অভিযোগের বিপরীতে আমার মনে হয়েছে আমি এই গোয়েন্দা ডায়েরির সাথে দীর্ঘদিনের কর্মরত ছিলাম এবং দায়িত্বশীলতার সাথে কাজ করেছি এখন নতুন একটি পত্রিকা আমি নিজে বের করেছি ডজন খানিক সাংবাদিক আমার অধীনস্থ কাজ করেন এবং আমি নিজেই সম্পাদক মাহবুবুর রহমান আমার সকলের প্রতি অনুরোধ আপনারা এই সমস্ত গুজবে কোন কান দিবেন না। আমার নতুন একটি পত্রিকা প্রকাশিত হওয়ায় হয়তোবা আমি সম্পাদক দৈনিক পত্রিকার হয়েছি কারো চোখে কাটা হয়ে দাঁড়িয়েছি আমার মান সম্মান যারা ক্ষুণ্ণ করেছেন আমি তাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই এবং প্রণোদিতভাবে আমার বিরুদ্ধে মিডিয়ার একটি অসৎ চক্র চালাচ্ছে আমাকে হেওপূর্ণ করার জন্য যে সকল অভিযোগ আনা হয়েছে তাহা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button