চট্টগ্রাম বিভাগ

এনবিআর সংস্কারের দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি মধ্যরাতে  চট্টগ্রাম কাস্টমস কমিশনার বরখাস্ত

মোহাম্মদ জুবাইর : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কারের দাবিতে কর্মকর্তাদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে অংশ নেওয়ায় চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার মো. জাকির হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। এতে সই করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। 

আদেশে বলা হয়েছে, কমিশনার ২১ জুন ও ২৮ জুন দায়িত্বে অনুপস্থিত ছিলেন, সেসময় বন্দরের আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল, ফলে রাষ্ট্রের রাজস্ব আয়ে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।

এনবিআর সূত্র জানায়, কাঠামোগত সংস্কার ও বর্তমান এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে গত শনিবার থেকে ‘কমপ্লিট শাটডাউন’ এবং ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি ঘোষণা করে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের প্ল্যাটফর্ম ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’।

রাজস্ব প্রশাসনকে প্রশাসন ক্যাডারের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টার অভিযোগ এনে এনবিআর কর্মকর্তারা গত কয়েক মাস ধরে এই ব্যানারে আন্দোলন চালিয়ে আসছিলেন।

রোববার এনবিআরের সেবা ‘অত্যাবশ্যকীয়’ ঘোষণা করে আন্দোলনরতদের কাজে যোগ দিতে কঠোর হুঁশিয়ারি দেয় সরকার।

এতে ওই রাতেই তারা আনুষ্ঠানিকভাবে কর্মসূচি প্রত্যাহার করে নেন।

একইদিন অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি ও সহ-সভাপতিসহ আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছয় নেতার বিরুদ্ধে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button