ময়মনসিংহে পুলিশের বাধায় তারেক রহমানের জন্মদিনের অনুষ্ঠান পন্ড

0
1145

বিশেষ প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পুলিশের বাধায় বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের ৫৩ তম জন্মদিন পালন অনুষ্ঠান পন্ড হয়ে গেছে।  গত ২০ নভেম্বর দিনভর পুলিশের দফায় দফায় বাধা ও প্যান্ডেল ভাংচুরের ঘটনায় স্থানীয় জনমনে চরম ভীতি সৃষ্টি হয়েছে। নান্দাইল উপজেলা বিএনপির নেতাকর্মীরা অনুষ্ঠানে যোগ দিতে পারেনি। সেই সাথে ১০ হাজার গরীব দুঃখী অসহায় মানুষের জন্য আয়োজিত খাবার নষ্ট হওয়ায় এলাকাবাসী মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা গেছে, ময়মনসিংহ-৯ আসনে বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী মামুন বিন আব্দুল মান্নান দেশনায়ক তারেক রহমানের ৫৩ তম জন্মদিন পালন উপলক্ষে তার গ্রামের বাড়ী পুর্ব বানাইলের নিজ বাড়ীতে এক দোয়া ও আলোচনা সহ অন্তত ১০ হাজার লোকের খাবারের আয়োজন করেন। কিন্তু অনুষ্ঠানটি পন্ড করার জন্য নান্দাইল থানা পুলিশ পর পর তিনবার হানা দিয়ে অনুষ্ঠানের প্যান্ডেল ভাংচুর করে এবং নেতাকর্মীদের গ্রেপ্তারের চেষ্টা চালায়। এঘটনায় নান্দাইল উপজেলা বিএনপির নেতাকর্মীরা সহ স্থানীয় সাধারন জনগনের মধ্যে চরম হতাশা ও অসন্তোষ দেখা দিয়েছে। স্থানীয় এলাকাবাসী পুলিশে এই জঘন্য কাজে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। পূর্ব বানাইল গ্রামের আবুল মোল্লা ক্ষোভ প্রকাশ করে বলেন, মামুন নান্দাইল উপজেলার গর্ব। সে গরীব দুঃখী অসহায় মানুষের কথা চিন্তা করে কাজ করেন। তারেক রহমানের জন্মদিন পালন উপলক্ষে তার বাড়ীতে প্রায় ১০ হাজার লোকের খাবারের আয়োজন করেছে। এটা তো তার কোন অপরাধ নয়। তাহলে পুলিশ কেন বাধা দিয়ে অনুষ্ঠান পন্ড করে দিল। পুলিশের কি সমস্যা? আমরা কোন দেশে বাস করছি। পুলিশ কি আইনের উর্ধে, যা খুশি তাই করবে। এতো গুলো মানুষের খাবার নষ্ট করেছে পুলিশ। কাজটা মোটেই ঠিক করেনি। এব্যাপারে নান্দাইল থানার অফিসার ইনচার্জ মোঃ ইউসুফ বলেন, এই ঘটনা সত্য নয়। আমি কিছু বরতে পারবো না।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

17 − thirteen =