তুরাগের ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার ও এক ব্যাবসায়ী গ্রেপ্তার

0
1361

অপরাধ বিচিত্রা: রাজধানীর তুরাগ থানাধীন দক্ষিণ রাজাবাড়ীস্থ ব্লক-বি, রোড নং-৫, ওয়ার্ড নং-২, বাসা নং-১৪, এর দ্বিতীয় তলায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২) এর সদস্যরা অভিযান চালিয়ে রাজধানীর অন্যতম মাদক সম্রাট মোঃ বেলাল উদ্দিন (৫০)কে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেছে(র‌্যাব-২ ।  ধৃত মাদক সম্রাট মোঃ বেলাল উদ্দিনের পিতার নাম-মৃত মোঃ কোরবান আলী, সাং-বাসুদেবপুর, থানা-নলডাঙ্গা, জেলা-নাটোর। ধৃত মোঃ

 

বেলাল উদ্দিন রাজধানীর অন্যতম একজন মাদক সম্রাট বলে জানিয়েছে র‌্যাব । র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) মোহাম্মদ রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন । রবিবার ভোর রাত সাড়ে ৪টার দিকে উক্ত স্থানে অভিযান চালিয়ে মাদক সম্রাট মোঃ বেলাল উদ্দিন (৫০)কে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে গ্রেফতার করে । র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২) এর সিনিয়র এএসপি (মিডিয়া) মোহাম্মদ রবিউল ইসলাম আরও জানান জানান, একজন মাদক ব্যবসায়ী চট্টগ্রাম হতে ইয়াবা ট্যাবলেট এর চালান নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে রাজধানী তুরাগের দক্ষিণ রাজাবাড়ি এলাকায় অবস্থান করতেছে । এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর সদস্যরা রবিবার ভোর রাত সাড়ে ৪টার দিকে তুরাগের দক্ষিণ রাজাবাড়ীস্থ ব্লক-বি, রোড নং-৫, ওয়ার্ড নং-২, বাসা নং-১৪, এর ২য় তলায় কুখ্যাত মাদক সম্রাট মোঃ বেলাল উদ্দিন (৫০)এর ভাড়া বাসায় ঝটিকা অভিযান চালানো হয় । পরে র‌্যাব সদস্যরা ওই বাসার খাটের নিচ থেকে ব্যাগে মোড়ানো অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্বার সহ হাতেনাতে গ্রেফতার করেন। র‌্যাব-২ এর কর্মকর্তারা  আরও জানান, জুতা, টুপি, মাছের পেট, ফুল, শরীরের বিশেষ অঙ্গসহ গণপরিবহনে, প্রাইভেট গাড়ীতে, পণ্যবাহী ট্রাকে, গণপরিবহনের শ্রমিকদের মাধ্যমে আবার কখনও কখনও নারীদের অন্তর্বাসে করে ইয়াবার চালান নিয়ে আসে । এ ক্ষেত্রে তাদের দলে মাদক সরবরাহ করার জন্য প্রশিক্ষণ প্রাপ্ত নারী রয়েছে যারা বিশেষ পদ্ধতিতে বিভিন্ন উপায়ে ইয়াবার চালান নিয়ে আসে। পরবর্তীতে এই নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট স্তরে স্তরে বিভিন্ন খুচরা বিক্রেতাদের কাছে পৌঁছায়ে থাকে।  আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় তার নামে রাজধানীর লালবাগ থানা সহ একাধিক থানায় মামলা রয়েছে। এছাড়াও আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই বাছাই করে পরবর্তী র‌্যাব-২ কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে র‌্যাব-২ এর পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল হামিদ খান বাদি হয়ে তুরাগ থানায় একটি মামলা দায়ের করেছেন যার নং ৯ তাং ১১/১২/২০১৭ইং ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

thirteen + nine =