বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার চিপসম্বলিত “মেট টেন প্রো” দেশের বাজারে উন্মোচন করল হুয়াওয়ে

0
814

বেলায়েত হোসেন: ২৬/১২/২০১৭ ঢাকা, বাংলাদেশ, অনাড়ম্বর পরিবেশে রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বিশ্বের সর্ব প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সম্পন্ন ফ্ল্যাগশিপ ডিভাইস “মেট টেন প্রো” দেশের বাজারে উন্মোচন করল বিশ্বের শীর্ষ স্থানীয় প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান “হুয়াওয়ে”। যুগান্তকারী কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ হার্ডওয়্যার, কিরিন ৯৭০ চিপসেট ও ইএমইউআই ৮.০ এর সমন্বয়ে মেট টেন প্রো বর্তমান বিশ্বের সবচেয়ে অভিনব এবং ক্ষমতাসম্পন্ন ডিভাইস। গত অক্টোবর মাসে জার্মানিতে বিশ্ব বাজারে আনুষ্ঠানিক ভাবে উন্মোচন করা হয় “মেট টেন প্রো” স্মার্ট ফোনটি। হুয়াওয়ের মেট টেন প্রো সেটটি আইপি ৬৭ সনদ প্রাপ্ত, পানি ও ধুলাবালি

 

রোধক। হুয়াওয়ে মেট টেন প্রো-তে রয়েছে ১২৮ জিবি রম বা ইন্টারনাল মেমোরি এবং ৬ জিবি রেম যা ব্যবহারিকে দেবে দূর্দান্ত পারফরমেন্স অভিজ্ঞতা। আগামী জানুয়ারি ০৪, ২০১৮ পর্যন্ত মাত্র ৮,০৯০ টাকা পরিষোধ করে অগ্রিম বুকিং দিতে পারবেন আগ্রহী ক্রেতাগণ। অগ্রিম বুকিং দেওয়া ক্রেতাসাধারণ পাবেন আকর্ষণীয় গিফট বক্স। ০৪ জানুয়ারি ২০১৮ থেকে সারাদেশব্যপী হুয়াওয়ের সকল ব্র্যান্ড শপগুলো থেকে হুয়াওয়ে “মেট টেন প্রো” পাওয়া যাবে মাত্র ” ৮০,৯০০/-” টাকায়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

fifteen + 1 =