মৌলভীবাজারে তিনজনের যাবজ্জীবন,দু’জনের ফাঁসি : যুদ্ধাপরাধ মামলা

0
481

মৌলভীবাজারের শামসুল হোসেন তরফদারসহ পাঁচ আসামির বিরুদ্ধে একাত্তরের যুদ্ধাপরাধের মামলায় দুই জনের ফাঁসি ও তিন জনের আমৃত্যু কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে। আজ বুধবার বেলা পৌনে ১২টার দিকে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় দেন। এর আগে

বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারকের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বেলা সাড়ে ১০টার পর ২০২ পৃষ্ঠার এই রায়ের সংক্ষিপ্তসার পড়া শুরু করেন। তাদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির ট্রাইব্যুনাল এই আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, নেসার আলী ও ওজায়ের আহমেদ চৌধুরী। এ ছাড়া আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, শামসুল হোসেন তরফদার, মোবারক মিয়া ও ইউনুস আহমেদ। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত ওজায়ের আহমেদ চৌধুরী ও ইউনুস আহমেদ আদালতে উপস্থিত ছিলেন। বাকীরা পলাতক রয়েছেন। মহান স্বাধীনতা যুদ্ধের সময় হত্যা, গণহত্যা, আটক, অগ্নিসংযোগ ও লুটপাটের পাঁচটি অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের এ দণ্ড দেওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

one × four =