টাঙ্গাইল করটিয়াতে দেশীয় ভেজাল মদের জমজমাট ব্যবসা চলছেই

0
827

জেলা প্রতিনিধি ঃ মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের টাঙ্গ্ইাল জেলার আওতাধীন টাঙ্গাইল সদর করটিয়াতে দেশীয় মদের লাইসেন্সের ছত্রছায়ায় ভেজাল মদের জমজমাট ব্যবসা চলছেই। জানা গেছে আইন ও নীতিমালার তোয়াক্কা না করে মদ গ্রহিতা গ্রাহকদের নামের তালিকা দোকানের সামনে ডিসপ্লে না দিয়ে যে কারো কাছে মদ বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে করে প্রত্যান্ত গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহর ও নিন্ম আয়ের লোকজন মদ খেয়ে বেপরোয়া হয়ে উঠছে। জানা গেছে লাইসেন্স ধারী ঐ মদের দোকানটি স্বর্গীয় আশুতোষ সাহার মৃত্যুর পর লাইসেন্সটি তার স্ত্রীর নামে নবায়ন হলেও মদের দোকান টি পরিচালনা করেন পরিতোষ সাহা ও তার স্ত্রীর ভাই জীবন সাহা ।

 

লাইসেন্সধারী মদের দোকানটি তে সরকারী নিয়মনীতি এতে করে মানা হচ্ছে না বলে বাজারে একাদিক অভিযোগকারীরা জানিয়েছেন। লাইসেন্স ধারী দেশীয় মদের দোকানটিতে সরকারী নিয়মের অতিরিক্ত বাড়তি মদ ঐ দুই সুকৌশলী মদ ব্যবসায়ী দেশীয় মদ বিক্রি করছেন। জানা যায় দেশীয় লাইসেন্সধারী সরকারী সরবরাহকৃত মদের পাশাপাশি চোরাই ভেজাল মদ তৈরি করে তা বোতল জাত করে টাঙ্গাইলের বিভিন্ন অঞ্চলে তা বিক্রি করে নিয়ম বর্হিভুত ব্যবসা পরিচালনা করছে। অভিযোগ সূত্রে জানা যায় সরকারী নীতিমালার অতিরিক্ত সময় এবং তালিকা বর্হিভুত মদ গ্রাহক চোরাই মদ বিক্রি সহ সব কিছুর ইন্দন দিচ্ছেন টাঙ্গাইল মাদব দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের দূর্নীতি বাজ এক পরিদর্শক। টাঙ্গাইল সখিপুর থানার অন্তরগত নয়া পাড়া ধোপার চালা হতে মান্দাদের তৈরি চোলাই মদ কিনে এনে তা বোতল জাত করে করটিয়া প্রত্যন্ত অঞ্চল সহ আশপাশ এলাকার বাজার গুলোতে বিক্রি করা হচ্ছে অবাদে। করটিয়ার দেশীয় মদ টাঙ্গাইলের কান্দাপাড়া নিষিদ্ধ পল্লী ও মুচি পট্টিতে পাইকারী ও খুচরা বিক্রি করছে অবাদে। প্রতি দিন ভোর ৫.০০ টার আগেই করটিয়া হতে টেম্পো সি,এন,জি যোগ শত শত গ্যালন দেশীয় মদ ও ভেজাল তৈরিকৃত চোলাই মদ বিভিন্ন স্থানে এজেন্টদের কাছে পৌছে দিচ্ছে । এ বিষয়ে টাঙ্গ্ইাল মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিচালক জানান নিয়মনীতির বাইরে মদ বিক্রি করার অভিযোগ পেলে আমরা তদন্তমুলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহন করিব। ঐ এলাকার দায়িত্বে থাকা পরিদর্শকের বিরুদ্ধে মাসোয়ারা ঘুষ নিয়ে নিয়ম বর্হিভুত ঐ লাইসেন্স ধারীকে ব্যবসা করার সুযোগ দিওয়াও তিনি তাহা অস্বীকার করেন। এতে করে নতুন নতুন ব্যক্তিরা মদ্য পানে আসক্ত হচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে দেশের যুব সমাজ। সমাজ এক কঠিন ব্যধিতে আক্রান্ত হচ্ছে দিন দিন। সৃষ্টি হচ্ছে ছিনতাই, চুরি, ডাকাতি ও রাহাজানি। পরিবার তথা সমাজ অভক্ষয়ের আতুরঘর লাইসেন্সধারী ঐ মদের দোকান। করটিয়া সহ এলাকা বাসীর দাবী নিয়মনীতি মেনে মদের দোকান না করলে অথবা ভেজাল মদ বিক্রি ও সাব ডিলার নিয়োগে মদ ব্যবসাকে সম্প্রসারিত করার দায়ে তদন্ত পূর্বক উক্ত মদের দোকানটির লাইসেন্স বাতিল করা হউক।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

three + 11 =