সেঞ্চুরির দেখা পেল না মুশফিক

1
637

লন্ডনের দ্যা ওভালে চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ ক্রিকেট দল। আফ্রিকা। ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্টে ষষ্ঠবারের মতো খেলতে যাওয়া বাংলাদেশ তাকিয়ে আছে জয় দিয়ে শুরু করার দিকে।

এদিকে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। লন্ডনের কেনিংটন ওভালে ব্যাটিংয়ে নেমে সতর্ক শুরু করে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ব্যাট করতে নামা বাংলাদেশের সংগ্রহ ৪৩ ওভারে ৫ উইকেটে ২৫৭ রান। ৭৮ রানে আউট হয়েছেন মুশফিক। ২১ রান করে মিথুন ও ৭৫ রানে আউট হয়েছেন সাকিব।

৪২ রান করে সৌম্য ও ১৬ রান করে ফিরে গেছেন তামিম ইকবাল।

বাংলাদেশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তাজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান ।

দক্ষিণ আফ্রিকা: কুইন্টন ডি কক, এইডেন মারক্রাম, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), র‍্যাসি ফন ডার ডুসেন, জেপি ডুমিনি, আন্দিলে ফেহলুকায়ো, ডেভিড মিলার, কাগিসো রাবাদা, ক্রিস মরিস, লুঙ্গি এনজিডি এবং ইমরান তাহির।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

fourteen + ten =