আমি নিজেও কখনাে এভাবে ভাবিনি

0
570

ফজরঃ ২ x ৩৬৫ দিন = ৭৩০ রাকাআত যােহরঃ ৪ x ৩৬৫ দিন= ১৪৬০ রাকাআত আসরঃ ৪x ৩৬৫ দিন= ১৪৬০ রাকাআত মাগরিবঃ ৩ x ৩৬৫ দিন= ১০৯৫ রাকাআত এশাঃ ৪x ৩৬৫ দিন= ১৪৬০ রাকাআত

মােট

= ৬২০৫ রাকাআত

সুন্নাত এবং নফল সালাত তাে বাদই দিলাম।

১ বছরে (৩৬৫ x ৫) = ১৮২৫ ওয়াক্ত সালাত অর্থাৎ বছরে ১৮২৫ বার

আপনাকে আযানের মাধ্যমে ডাক দেয়া হয়।

#আপনা: কয়বার সাড়া দিয়েছিলেন?

#আপনার মনে কি একটুও_অনুশােচনা_হওয়ার_কথা_না!!

#কি ভেবেছেন আল্লাহর কাছে হিসাব দিতে হবে না??

এখানে শুধু ১ বছরের একটু ধারনা তুলে ধরা হল, আল্লাহ্’র কাছে পুরাে

জীবনের হিসাব কিভাবে দেব??

কি অবস্থা হবে সেদিন??

আসুন! আজ থেকেই ৫ ওয়াক্ত সালাত আদায় করা শুরু করি। আল্লাহর ডাকে

সাড়া দেই।আল্লাহকে ডাকি। (আল্লাহ) নিশ্চয়ই আমাদের ডাকে সাড়া দেবেন।

মহান আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার

তৌফিক দান করুক,আমিন

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

17 − sixteen =