র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব নিলেন কর্নেল আজাদ

0
616

আরিফুল ইসলাম : র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর নতুন অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) হিসেবে যোগদান করেছেন কর্নেল কে এম আজাদ। তিনি কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ারের স্থলাভিষিক্ত হলেন। 

মঙ্গলবার (১৬ মার্চ) দায়িত্বভার গ্রহণ করেন কে এম আজাদ। এর আগে গত ৯ মার্চ তিনি সেনাবাহিনী থেকে র‌্যাবে যোগদান করেন। 
র‌্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্নেল কে এম আজাদ ৩২তম বিএমএ লং কোর্সের মাধ‌্যমে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন লাভ করেন ।

তিনি সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ও সংস্থায় গুরুত্বপূর্ণ পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি কর্নেল পদবীতে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের (বীর) ব্যাটালিয়নের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। কে এম আজাদ একটি পদাতিক ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন ছাড়াও সেনা সদরের সামরিক গোয়েন্দা পরিদপ্তরের স্টাফ অফিসার, স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকসের প্রশিক্ষক ছিলেন। জাতিসংঘ শান্তিরক্ষী মিশন কঙ্গোতে মিলিটারি অবজারভার এবং আইভেরিকোস্টে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে কর্মরত ছিলেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

five × three =