নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু

0
802

এই পৃথীবি থাকার জাগা নয় একদিন সবাইকে চির  বিদায় নিয়ে  পরপারে চলেই যেতে হবে এই পৃথিবীতে কেউ বেঁচে থাকতে পারবে না সবাইকে মরনের সাধ গ্রহন করতে হবে ।কিন্তু কারো কারো মৃত্যু যেন স্বর্গদুত নিজ হাতে দান করেন ।তেমনি রহমতের মাসে সপ্তার শেষ্ট দিনে ময়মনসিংহের ভালুকায় নামাজরত অবস্থায় কাইমুদ্দিন (১০০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার ডাকাতিয়া নামাপাড়া গ্রামে ফজরের নামাজপড়া অবস্থায় মারা যান তিনি।

 মসজিদের মুসল্লি গণ জানান যে ,নামাজের মাঝে তিনি অসুস্থ বোধ করলে তাকে আমরা জায়নাজের মাঝেই শোয়ায়ে দেই সেখানেই তিনি মারা যান। তিনি রোজা ছিলেন এবং মসজিদে এসে জামায়াতে নিয়মিত নামাজ পড়তেন।

তিনি প্রতিদিনের মতো নামাজ আদায় জন্য কাইমুদ্দিন সাহেব  শুক্রবার ভোরে নয়াপাড়া বাইতুন নূর জামে মসজিদে জামায়াতে ফজরের নামাজ পড়তে যান ওজু সেরে সুন্নত নামাজ পড়ার সময় তিনি পেটে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করেন। এ সময় উপস্থিত মুসল্লিরা তাকে জায়নামাজে শোয়ালে তিনি সেখানেই মারা যান।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

10 + 2 =