ওসমানী নগরে যথাযত কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সাবরেজিষ্টার অফিসের গাছ কর্তন

0
1476

ওসমানী নগর প্রতিনিধিঃ
ওসমানী নগর উপজেলাধীন তাজপুর সাবরেজিষ্টার অফিসের চারদেয়ালের ভিতর থাকা বড়  বড় ২টি গাছ যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্তন করায় দলিল লেখক সমিতির সভাপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। অনুসন্ধান কালে জানাযায় দলিল লেখক সমিতির সভাপতি ক্ষমতার অপব্যবহার করে কোন প্রকার অনুমতি ছাড়াই সাবরেজিষ্টার অফিসের সামনে থাকা বড় ২টি অর্জুন গাছ কেটে গাছের কিছু অংশ অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে জানাযায়। স্থানীয়রা ধারনা করেন যে উক্ত গাছ গুলোর বাজার মুল্য প্রায় লক্ষাধিক টাকা। উলেখিত গাছ গুলোর কর্তনের খবর পেয়ে সাবরেজিষ্টার গাছ গুলো কাটতে নিষেধ করেন, নিষেদ অমান্য করে দলিল লেখক সমিতির সভাপতি শুক্রবার দিবসে অফিস বন্ধ থাকার সুবাদে শ্রমিক দিয়ে গাছ গুলো কেটেছেন বলে অভিযোগ উঠেছে। তবে কি কারনে এই গাছ গুলো কাটা হয়েছে এ বিষয়ে কর্তপক্ষের কেউ অবগত নয় বলে জানাযায়। নাম প্রকাশে অনিচ্ছুক  উক্ত গাছ গুলো কাটার ব্যাপারে দলিল লেখক সমিতির কয়েকজন সদস্য প্রতিবাদ করতে চাইলে দলিল লেখক সমিতির সভাপতি সাবরেজিষ্টার অফিস সম্মুখে দাড়িয়ে অফিসের দলিল লেখক কর্মকর্তা কর্মচারী দের কে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন বলে জানাযায়। অনুসন্ধানে আরও জানাযায় সভাপতি সত্যন্দ্র দির্ঘ ২৫ বছর যাবৎ উক্ত সাবরেজিষ্টার অফিসের সভাপতির দায়িত্ব নিজ দখলে রেখে ইচ্ছামতো কাজ চালিয়ে চাচ্ছেন বলে অনেকেই জানান। এ ব্যাপারে বিগত ৩১ মে ২০১৭ইং তারিখে দৈনিক সিলেটের মানচিত্র পত্রিকায় সংবাদ প্রকাশ করাহয়। এদিকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সাবরেজিষ্টার অফিসের সরকারী গাছ কর্তনের ব্যাপারে সাবরেজিষ্টার কানিজ ফাতেমার কাছে জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে কয়েকবার ফোনে কথা বুজাযাচ্ছেনা বলে তালবাহানা করেন। পরিবেশ ও বন বিভাগের কর্মকর্তা মঞ্জুরুল হাসান (পাঠান) এর সাথে আলাপ কালে তিনি জানান, উলেখিত গাছ গুলো কাটার ব্যাপারে আমি কিছুই জানিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে উক্ত গাছ গুলো কাটার ব্যাপারে খোজখবর নিতে বলা হয়েছে আমরা সেখানে গিয়ে দেখেছি গাছ কাটা হয়েছে কিন্তু দলিল লেখক সমিতির সভাপতির সাথে আলাপ করতে চাইলে পাওয়া যায় নাই। উল্লেখিত গাছগুলো কর্তনের বিষয়ে দলিল লেখক সমিতির সভাপতি সত্যন্দ্র এর সাথে জানতে চাইলে তিনি উক্ত গাছ গুলো কেটেছেন বলে সিকার করেন এবং যথাযতো কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কি কারনে কাটাহয়েছে তা জানতে চাইলে সহজ ভাষায় কিছু না বলে গুরিয়ে পেছিয়ে অফিসে দেখা করবেন বলে বিষয়টি ধামা চাপা দেয়ার চেষ্টা করেন। দলিল লেখক সমিতির সভাপতি ক্ষমতার অপব্যবহার করে সরকারী গাছগুলো কর্তনের ব্যাপারে আজ পর্যন্ত উর্দ্দতন কর্তৃপক্ষের কোন প্রকার প্রদক্ষেপ নেওয়া হয়নী বলে জানিয়েছেন স্থানীয় ব্যক্তিবর্গ তথা দলিল লেখক সমিতির কয়েকজন সদস্য।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

4 × 2 =