ঢাকা-১৬ আসনের এমপি ইলিয়াস উদ্দিন মোল্লার বিরুদ্ধে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন

1
4855

কাজী ফারুক ঃ
গত ১৩ জুলাই ২০১৭ ইং তারিখে সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবে কনফারেন্স লাউঞ্জে ঢাকা -১৬ আসনের এমপি ইলিয়াস উদ্দিন মোল্লার বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মোল্লাকে হত্যা চেষ্টার অভিযোগে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউর রহমান জিয়া। এতে উপস্থিত ছিলেন ইঞ্জিঃ মোহাম্মদ আলী, আবুল হাসেম, মোঃ ইউসুফ আলী, মোঃ ফরিদ আহমেদ, মোঃ ফরিদুল ইসলাম, সামসু উদ্দিন, আবু সহিদ বিল্লা, আব্দুর রহিম মিয়াজী প্রমুখ। লিখিত বক্তব্যে মোঃ জিয়াউর রহমান জিয়া বলেন, গত ২৬ মে ২০১৭ ইং তারিখ,  সোমবার, পবিত্র ঈদুল ফিতরের দিন, আনুমানিক সকাল ১০ টায় পূর্ব পরিকল্পিভাবে ঢাকা মহানগর ইউনিট কমান্ডারে নির্বাচিত কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আমির হোসেন মোল্লার বাড়ির সামনের রাস্তার উপর এমপি ইলিয়াস উদ্দিন মোল্লার ছত্র-ছায়ায় তার সন্ত্রাসী বাহিনী জুয়ার আসর বসায় এবং হিন্দি ও ইংরেজী গানের ক্যাসেট বাজিয়ে বিকট শব্দে এলাকার পরিবেশ নষ্ট করতে থাকে। এই অবৈধ জুয়ার আসর ও উক্ত গান বাজনা বন্ধ করার জন্য আমাদের কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমির হোসেন মোল্লার সন্তান, ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারের আহ্বায়ক ও কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ সন্তান কমান্ডের সহ-সভাপতি আলহাজ্ব মনির হোসেন মোল্লা জুয়ারীদেরকে তা বন্ধ করার কথা জানালে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির সূত্রপাত হয়। লোকগুলো ঢাকা-১৬ আসনের বর্তমান এমপি ইলিয়াস উদ্দিন মোল্লার লালিত-পালিত সন্ত্রাস বাহিনী হওয়ায় তারা মনির হোসেন মোল্লার উপর চড়াও হয় এবং অকথ্যভাষায় গালিগালাজ করতে থাকে। এরা মূলত ইলয়াস উদ্দিন মোল্লার সন্ত্রাসী বাহিনী ও অবৈধ অর্থ যোগানদাতা-আঃ লতিফ ভাওয়াল ওরফে রিক্সা লতিফ, হাতকাটা গফুর ওরুফে টুন্ডা গফুর, সিরাজ ওরুফে সিরু মোল্লা, দুলাল ওরুফে চান্দা দুলাল. আবুইল্লা, লুৎফুর ওরফে বিদ্যুৎ চোরা লুৎফুর, সহিদুল্লাহ, নায়েব আলী, সুজন ওরুফে ইয়াবা সুজন, রাজন, কামরুল, জিহাদ সহ আরো অজ্ঞাত নামা ২০-২৫ জন (যাদেরকে দেখিলে চিনিব) এমপির ক্ষমতার দাপট দেখিয়ে কমান্ডার আলহাজ্ব আমির হোসেন মোল্লার ঘরবাড়ী ভাঙচুর করার জন্য দা-চাপাতি, লাঠি-সুঠা ও নানান অস্ত্রসস্ত্রসহ অতর্কিত আক্রমন করে এবং দুতলায় উঠে জানালার গ্লাস ও আসবাবপত্র ভাঙচুর এবং মালামালের ব্যাপক ক্ষয়-ক্ষতি করে। এদের এহেন অনৈতিক কর্মে বাধা দিতে আসলে এই গুন্ডাবাহিনী কমান্ডার সাহেবের ছেলে আলহাজ্ব মনির হোসেন মোল্লা, আলহাজ্ব গোলাম আলী মোল্লা, আলহাজ্ব মোহাব্বত মোল্লা, সাজু মোল্লা ও তার মেয়ে হোসনে আরা এবং কমান্ডারের সাহেবের স্ত্রীর উপর বর্বোরোচিত আক্রমনে যাপিয়ে পড়ে। তাদেরকে এলোপাথাড়ি দা, ছোড়া ও রড দ্বারা মারপিট করে এবং কোপিয়ে রক্তাক্ত ও নিলাফুলা জখম করে ফেলে রাখে। তারা আলমারিতে থাকা ৫ ভরি স্বর্ণালস্কার ও রক্ষিত নগদ দুই লক্ষ টাকা নিয়ে যায়। উল্লেখ্য যে, এসময় কমান্ডার আলহাজ্ব আমির হোসেন মোল্লা, মাননীয় প্রধান মন্ত্রী দেশরতœ শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য গণভবনে ছিলেন। কমান্ডার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে স্বয়ং এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা ও তার সন্ত্রাসবাহিনী কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমির হোসেন মোল্লার গাড়ির সামনে দাড়িয়ে গতিপথ রোধ করে এবং এমপি ইলিয়াস উদ্দিন নিজেই কমান্ডার সাহেবকে গাড়ি থেকে অত্যান্ত লাঞ্চনা ও অপমান জনকভাবে টেনে-হেচড়ে নামিয়ে আনে। কমান্ডার এর করুণাবস্থা দেখে তার ছোট বোন মাহেলা বেগম এমপিকে বাধা দিলে, এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা তাকে গালিগালাজ ও মারধর করে। এক পর্যায়ে সজোরে তল পেটে লাথি মেরে সমবেত হাজার হাজার লোকের সামনে মাটিতে ফেলে দেয়। এমপি ইলিয়াস মোল্লা কমান্ডার উদ্দেশ্য করে চিৎকার করে বলতে থাকে-“তুই কিসের মুক্তিযোদ্ধা। তুই হলি চুক্তিযোদ্ধা। তুই কাদের মোল্লার বিরুদ্ধে মানবতা ও যুদ্ধাপরাধী মিথ্যা মামলা দায়ের করে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলিয়েছিস। তোকেও আমি এমপি ইলিয়াস ফাঁসিতে ঝুলিয়ে ছাড়ব।” ঘটনার সুষ্ট তদন্ত ও বিচারের জন্য কমান্ডারের ছোটবোন মাহেলা বেগম বাদী হয়ে গত ২ জুলাই ২০১৭ ইং তারিখে বিজ্ঞ সিএমএম আদালতে মামলা দায়ের করেন। সিআর মামলা নং- ৩৩১/১৭। ঢাকা মহানগর ইউনিট কমান্ডের নির্বাচিত কমান্ডার, মহান স্বাধীনতা যুদ্ধে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমির হোসেন মোল্লা ও তার পরিবার-পরিজনের উপর আক্রমন, তার ঘরবাড়ী ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুটপাট এবং অকথ্যভাষায় গালিগালাজ এমনকি জীবননাশের হুমকী প্রদান করায় ঢাকা মহানগর ইউনিট কমান্ডসহ ঢাকা মহানগর আওতাধীন ৪৯ টি থানা কমান্ড এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ, ক্ষোভ ও প্রকৃত ঘটনার সুষ্ট তদন্তসাপেক্ষে সুবিচারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করছি। মানানীয় প্রধান মন্ত্রী, মাননীয় স্পীকার ও মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মহোদয়ের সুদৃষ্টি আকর্ষন করছি যে, যে মুহুর্তে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবত হয়ে জননেত্রী মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন, ঠিক সেই মূহুর্তে খন্দকার মোশতাকের প্রেতাত্মা বিএনপির এমপি হারুন মোল্লর সন্তান, বর্তমান এমপি ইলিয়াস উদ্দিন মোল্লাঃ ঢাকা মহানগর ইউনিট কমান্ডের নির্বাচিত কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযুদ্ধা আলহাজ¦ আমির হোসেন মোল্লার দায়েরকৃত মামলার রায়ে কাদের মোল্লা যুদ্ধাপরাধী হিসাবে প্রমাণিত হয়েছে এবং কাদের মোল্লাসহ অন্যান্য যুদ্ধপরাধীরদের ও ফাঁসি বা সাজা কার্যকর হয়েছে। ঠিক সেই মূহুর্তে ট্রাইব্যুনাল কর্তৃক রায়কৃত ও মিমাংসিত মামলার বিরুদ্ধে গিয়ে এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা, বীর মুক্তিযুদ্ধাদের উপর আঘাত ও স্বাধীনতাবিরোধীদেরও উৎসাহ যোগিয়ে যুদ্ধাহত বীর মুক্তিযুদ্ধা আলহাজ্ব আমির হোসেন মোল্লার উপর হামলা ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

two × 4 =