কবি নজরুলকে মানুষের কবি হিসেবে তুলে ধরার আহ্বান

0
431

সাম্প্রদায়িক অপশক্তি যেভাবে মানুষ-মানবতাকে ধ্বংস করার পায়তারা করছে, ধর্মানুযায়ী মানুষকে মুল্যায়ন করা হচ্ছে সেখানে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে মানুষের কবি হিসেবে তুলে ধরা এখন সময়ের দাবি হয়ে ওঠেছে বলে মনে করেন বোয়াফ সভাপতি কবীর চৌধুরী তন্ময়।
রবিবার (২৭ আগস্ট) সকাল ৮টায় কবির ৪১তম মৃত্যুবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির কবরে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম (বোয়াফ) এর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে তিঁনি এ-মন্তব্য করেন।
কবীর চৌধুরী তন্ময় বলেন, আমরা যদি আমাদের প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে কাজী নজরুল ইসলামের জীব-আদর্শ-দর্শন ও চিন্তা-চেতনা শিক্ষার্থীদের মাছে ছড়িয়ে দিতে পারি তাহলে সাম্প্রদায়িক অপশক্তি ধীরে-ধীরে রোধ করা সম্ভব হবে। সর্বস্তরে কবিকে পৌছে দিতে পারলে শুধু বাংলাদেশে নয়, বিশ্বে মানুষ-মানবতাবোধ সৃষ্টি হবে।
তিঁিন আরও বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শুধু জন্ম-মৃত্যুবার্ষিকীতেই আলোচনা সভা কিংবা সেমিনার সিম্পোজিয়ামের মধ্যে সীমাবদ্ধ না রেখে সর্বস্তরের মানুষের কাছে পৌছে দিতে সরকারি-বেসরকারী উদ্যোগ নিতে হবে। কবির অসাম্প্রদায়িক চেতনায় জাতিকে উদ্বুদ্ধ করতে আমাদের সকলকে কাজ করতে হবে।
শ্রদ্ধা অর্পনের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম রাকিব প্রমুখসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

nineteen + 16 =