সাভারে অসহায় শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরন উদ্যোগে ”ঐক্য”

0
1437

নোমান মাহমুদঃ সাভারে সামাজিক সংগঠন ঐক্য’র উদ্যোগে অসহায় শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরন করা হয়েছে। গত ১৫ই জুন সাভারের একটি ব্রাক স্কুলের ৭০ জন দরিদ্র শিক্ষার্থীসহ রাজফুলবাড়িয়া ও পুলিশ টাউনের আশেপাশের এলাকায় ১৫০ জন অসহায় দরিদ্র শিশুর মাঝে এই ঈদ বস্ত্র বিতরন করা হয়। এসময় সংগঠনটির প্রতিষ্ঠাতা এস,এম শোভন, সভাপতি রাজু আহমেদ, সাধারন সম্পাদক ইসমাইল পারভেজসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ঈদের নতুন কাপড় পাওয়ায় ঐ সকল শিশুদের মাঝেও আনন্দ ছড়িয়ে পড়ে। ”ঐক্য” একটি সামাজিক সংগঠন, গত ০৩/০৮/২০১৭ ইং সংগঠনটির প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা এস,এম শোভনের হাত ধরে গন বিশ্ববিদ্যালয়ের বিবিএ বিভাগের কিছু শিক্ষার্থীকে সাথে নিয়ে এর যাত্রা শুরু হয়। সংগঠনটির সদস্যদের অভ্যন্তরিন উন্নয়ন ও বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহনই ঐক্য’র মূল উদ্দেশ্য। বর্তমানে এর সদস্য সংখ্যা প্রায় ৬০ জন। ঐক্য’র আগামী পরিকল্পনা সম্পর্কে জানতে সংগঠনটির প্রতিষ্ঠাতা  এস,এম শোভনের সাথে কথা বললে তিনি বলেন, ”আমাদের আগামী ইভেন্ট ’বনায়ন’। সাধারন মানুষের মাঝে গাছের চারা বিতরন সহ নবীনগরের ২২ মাইল এলাকা থেকে রাস্তার পাশে গাছ রোপনের মধ্য দিয়ে আমাদের আগামী কর্মসুচি শুরু হবে। (সুত্রঃ অপরাধ বিচিত্রা)

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

two × three =