এক্সক্লুসিভপ্রশাসন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহ

ডেস্ক রিপোর্টঃ জুলাই-আগস্টে ছাত্রলীগের হামলা:

১৪-১৭ জুলাই জাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনায় সমর্থনকারী, হামলাকারী, ইন্ধনদাতা প্রায় ৩’শ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় একটি অধিকতর তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

এছাড়া, হামলায় মদদের অভিযোগে বিভিন্ন ফ্যাকাল্টি মেম্বার, হল প্রভোস্ট, প্রশাসনের সাথে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে স্ট্রাকচার্ড কমিটিও গঠন করা হয়েছে। তাদের মধ্যে ১২/ ১৩ জন শিক্ষককে (ডিন বশির, সহযোগী অধ্যাপক ফিরোজ, অধ্যাপক আলমগীর কবির, সহযোগী অধ্যাপক ইখতিয়ার উদ্দিন ভূইয়া, অধ্যাপক ইসরাফিল আহমেদ রঙ্গন, মেহেদি ইকবাল…) সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ২ জন অফিসারকে (রাজিব, নাহিদুর) এবং ১ জন কর্মচারীকে (মুজিব হল) সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শামীম মোল্লা হত্যা:

ছাত্রলীগ নেতা শ্যূটার শামীম মোল্লা হত্যার ঘটনায় পূর্বে সাময়িক বহিষ্কৃদের ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। তাদের শাস্তি পূর্বের সিন্ডিকেট সভার দিন থেকে শুরু হবে। সে হিসেবে পূর্বে শাস্তি পাওয়া সালমান, রাজন, লাবিবসহ সবাই কিছুদিনের মধ্যে ক্যাম্পাসে ফিরতে পারবেন। এ ঘটনায় নতুন করে আরো ১ জন শাস্তির আওতায় আসতে পারে। পাশাপাশি মামলার দন্ডবিধি কেন ৩০৪ এর বদলে ৩০২ হলো তা নিরীক্ষণ করা হবে বলে জানিয়েছে একজন সিন্ডিকেট সদস্য।

জুলাই আন্দোলনে হামলা:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম এবং রেজিস্ট্রার আবু হাসানের পেনশন স্থগিত!

হলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত :

জাবির চারটি হলের (বঙ্গবন্ধু হল, বঙ্গমাতা হল,শেখ হাসিনা হল ও শেখ রাসেল হল) নাম স্থগিত করা হয়েছে। নতুন নাম নির্ধারণের জন্য কমিটি গঠন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button