নিয়মিত গোসল করাতে হবে শিশুকে শীতেও

0
1050

এখনো ভালোভাবে শীত না পড়লেও এই মৌসুমে শিশুদের রোজ গোসল করানো উচিত কিনা তা নিয়ে সংশয় থাকে সব মায়েরই। ঠাণ্ডা লেগে যাওয়ার ভয়ে শিশুকে রোজ গোসল করাতে চান না মায়েরা। কিন্তু চিকিৎসকরা বলেছেন, এর ফলে আরো অসুস্থ হয়ে পড়তে পারে শিশু। শীতকালে আবহাওয়া শুষ্ক হয়ে যায়। তাই আমাদের মতো শিশুদেরও ত্বক

শুষ্ক হয়ে যায়। শরীরেও পানির প্রয়োজন হয়। নিয়মিত গোসল না করালে শিশুদের ত্বকে যেমন সমস্যা হতে পারে, তেমনই প্রতিদিনের ঘাম ও ময়লা জমেও ঠাণ্ডা লেগে যেতে পারে। তাই শিশুকে সুস্থ রাখতে প্রতিদিন অবশ্যই গোসল করান। তবে কিছু সাবধানতা অবশ্যই মেনে চলতে হবে। শিশুকে কখনই ঠাণ্ডা বা অতিরিক্ত গরম পানিতে গোসল করাবেন না। ঈষদুষ্ণ পানিতে শিশুকে গোসল করান। খেয়াল রাখবেন গোসল করানোর সময় যেন দরজা, জানলা বন্ধ থাকে। গোসলের পর পরই গরম তোয়ালে দিয়ে শিশুকে মুড়ে নিন। ভালো করে অবশ্যই মাথা, কান মোছাবেন। এই সব জায়গায় পানি জমে শিশুর ঠাণ্ডা লাগতে পারে। শিশুকে অবশ্যই গ্লিসারিনযুক্ত সাবান দিয়ে গোসল করান এবং গোসলের পর সারা শরীরে ময়শ্চারাইজার লাগিয়ে দিন। না হলে ত্বক শুষ্ক হয়ে যায়। গোসলের পর শিশুকে খালি গায়ে রাখবেন না। গরম জামা, মোজা পরিয়ে দিন। এই সময় শিশুকে কিছুক্ষণ রোদে রাখতে পারলে ভালো হয়। জন্মের পর এক মাস বয়স পর্যন্ত শিশুকে সপ্তাহে ২ দিন গোসল করানোর পরামর্শ দেন চিকিৎসকরা। তারপর থেকে রোজ গোসল করাতে পারেন। যদি শিশুর ঠাণ্ডা লেগে থাকে, বুকে সর্দি জমে থাকে বা নাক দিয়ে পানি পড়ে তাহলে শিশুকে গোসল না করানোর কথাই বলে থাকেন চিকিৎসকরা। এ ক্ষেত্রে ডাক্তার যেমন বলেন তেমনটাই মেনে চলুন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

six + 14 =