মাথাব্যথা কমাতে ওষুধ না খেয়ে কী কী করবেন?

0
53

একটুমাথাব্যথা করলেই আমরা ওষুধ খেয়ে থাকি। ওষুধই যেন একমাত্র ভরসা। একবার ভেবে দেখেছেন, কী বিপদ
ডেকে আনছেন। অভিজ্ঞরা বলছেন, মাথাব্যথার ওষুধ খেয়ে কিছুক্ষণ ঘুমোতে না পারলে কষ্ট আরও বেড়ে যেতে পারে।
তাই ওষুধের বিকল্প হিসেবে কয়েকটি টোটকায় আস্থা রাখা যেতে পারেন।
মাথাব্যথা কমাতে যা করতে পারেন১. পর্যাপ্ত পানি পান
মাথা ধরলে বা যন্ত্রণা করলে এক কাপ ঈষদুষ্ণ পানি পান করুন, অনেক সময়ে বদহজম থেকে মাথাব্যথা হয়ে থাকে।
গরম পানি খেলে সেই কষ্ট কমবে। তা ছা ড়া, শরীরে পানির ঘাটতি হলেও মাথাব্যথা হতে পারে। পর্যাপ্ত পানি না খেলে
শরীর ডিহাইড্রেটেড হয়ে পড়ে। ফলে মাথাব্যথা বাড়তে পারে।

২. মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা
সব সময় যে আবহাওয়ার হেরফের বা মাইগ্রেন থেকেই মাথা যন্ত্রণা হয়, তা কিন্তু নয়। মানসিক চাপও কিন্তু মাথা যন্ত্রণার
কারণ হতে পারে। এই সমস্যা বশে রাখতে নিয়মিত প্রাণায়াম, শরীরচর্চা, যোগাসন অভ্যাস করতে হবে।
৩. অ্যারোমাথেরাপি
মাথা যন্ত্রণার সময়ে উগ্র কোনো গন্ধ সহ্য করা যায় না। এতে অনেকেরই ব্যথার তী ব্রতা বেড়ে যায়। আবার, এমন কিছু
প্রাকৃতিক গন্ধ আছে যা শুঁকলে, প্রদাহজনিত কষ্ট কমে। স্নায়ুর আরাম হয়। পোশাকি ভাষায় এই চিকিৎসাকে সুগন্ধি
চিকিৎসা বা অ্যারোমা থেরাপি বলে। পানিতে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার, ইউক্যালিপটাস, ল্যাং ল্যাং কিংবা পুদিনা অয়েল
মিশিয়ে, সেই ঘ্রাণ নিলে অনেক ক্ষেত্রেই উপকার মেলে।
৪. আকুপ্রেশার
বেশ পুরোনো এই পদ্ধতি কিন্তু মাথাব্যথার অব্যর্থদাওয়াই। এটি এক ধরনের মাসাজ করার পদ্ধতি। বাঁহাতের বুড়ো
আঙুল এবং তর্জনীর মাঝের অংশে ডান হাতের বুড়ো আঙুল ও তর্জনী চেপে ধরুন। তার পর ঘুরিয়ে ঘুরিয়ে জায়গাটি
মাসাজ করুন। একইভাবে বিপরীত হাতেও করুন। কিছুক্ষণেই কমবে মাথাব্যথা।
৫. ঠান্ডা সেঁক

মাথাব্যথার সময়ে প্রদাহ কমাতে দারুণ কাজ করে ঠান্ডা সেঁক। পরিষ্কার সুতির কাপড়ে বরফ জড়িয়ে নিতে পারেন।
কিংবা সেঁক দেওয়ার জেল ভর্তিপাউচ থাকলেও চলবে। তা দিয়ে মাথা ও ঘাড়ের চারপাশ চেপে চেপে সেঁক দিন। প্রদাহ
কমবে। মিলবে আরাম।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

15 − 2 =