সোনারগাঁয়ে সাদিপুর ইউপি নির্বাচনকে সামনে রেখে আবুল হসেমে’র চলছে ব্যাপক গনসংযোগ ও মতবিনিময় সভা

0
976

সোনারগাঁয়ে সাদিপুর  ইউপি নির্বাচনকে সামনে রেখে  আবুল হসেমে’র চলছে ব্যাপক গনসংযোগ ও মতবিনিময় সভা
কামাল উদ্দিন ভূইয়া  : পৌর নির্বাচনের শেষ হতে না হতেই  নির্বাচনের হাওয়া বইছে ইউনিয়ন নির্বাচনকে ঘিরে । আসন্ন ইউনিয়নকে সামনে রেখে সোনারগাঁয়ে সাদিপুুর  ইউনিয়নের সম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী তরুন প্রজন্মের অহংকার,  বিশিষ্ট সমাজ সেবক, ন্যায় বিচারক আবুল হাসেমের  ব্যাপক গনসংযোগ ও মতবিনিময় সভা চালিয়ে যাচ্ছেন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা এলাকার নেতাকর্মী সাথেই নিয়ে সাধারণ ভোটার ও গন্যমান্য ব্যাক্তিদের সাথে বুক মিলিয়ে তাদের কাছে দোয়া ও পরামর্শ চালাচ্ছে। তিনি বলেন সাদিপুর ইউনিয়নের উন্নয়নে জনগনের সেবা করেই বেঁচে থাকতে চাই। সাদিপুর আমার এলাকা ,আমার মূল লক্ষ সাদিপুরকে উন্নয়ন করা। সমাজের অবহেলিত ও অধিকার বঞ্চিত সাধারণ মানুষের পার্শ্বে থেকে তাদের অধিকার আদায় ও সমাজের উন্নয়নমূলক কাজ কর্ম করে সব সময়ই জনগনের সেবায় নিয়োজিত থাকতে চাই। কথাগুলো বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, এলাকার অসহায়দের সাহায্যদাতা, দানশীল, প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব সাদিপুরের  কৃতি সন্তান ও মো. আবুল হাসেম ।
মো. আবুল হাসেম ছাত্র জীবন থেকে শুরু করে এ পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছেন। তিনি সাদিপুর ইউনিয়নের রাস্তা ঘাট , মসজিদ-মন্দির, মাদ্রাসা , স্কুল সহ সর্ব দিকে উন্নয়নের কাজে সাহায্য করে যাচ্ছেন। সাদিপুর  ইউনিয়নে জনগনের জোর দাবিতে এবার সাদিপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন করিবে।  ব্যাক্তিগত জীবনে অনেক সংগঠনের সঙ্গে সফল ভাবে কাজ করে পরিচিতি পেয়েছেন । বিভিন্ন মহলে অর্জন করেছেন ব্যাপক সুনাম । তিনি  সমাজ সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। গরীব-দুঃখী ও অসহায় মানুষের সাহায্য সেবায় তার দানের হাত প্রসারিত দীর্ঘদিন থেকে। অনেক কন্যাদায়গ্রস্ত পিতা-মাতাকে সাহায্য-সহযোগিতা করেছেন। রোজা,ঈদে,পুঁজায় ধর্মীয় সম্প্রীতির প্রতিফলন ঘটে তার আর্থিক সহযোগীতায় দরিদ্র মানুষের মুখে হাঁসি ফুটে। মানব সেবাই বড় ধর্ম   এই কথাটি তার মুখে প্রায় বলতে শুনা যায়। মানুষের সেবা করতে হলে মানুষের কাছে যেতে হবে । তিনি দাঁপিয়ে বেড়াচ্ছেন ইউনিয়নের প্রতিটি গ্রামের মানুয়ের ধারে ধারে । চিহিৃত করেছেন ইউনিয়নের বিভিন্ন সমস্যা, সমাধানের প্রতিশ্র“তি দিয়ে নিজেকে উপস্থাপন করছেন স্থানীয় জনতার কাছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

14 − seven =