উত্তরায় চেক জালিয়াতি মামলায় বরখাস্তকৃত অধ্যক্ষ গ্রেফতার

0
1256

রুমন মোস্তাফিজ ঃ
সুনামধন্য উত্তরা হাই স্কুল এন্ড কলেজের ৩০ লাখ টাকার চেক জালিয়াতির মামলায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ হতে অব্যহতিপ্রাপ্ত ও বরখাস্তকৃত সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী পর্ব) মোঃ আনোয়ার হোসেন (৪৮) কে গ্রেফতার করে আদালতে প্রেরন করেছে পুলিশ। মঙ্গলবার রাত আনুমানিক ২টার সময় তার নিজ বাড়ি হতে তেজগাঁও ৪ থানা পুলিশ তাকে গ্রেফতার করে বুধবার সকালে তাকে আদালতে প্রেরন করে। কর্তব্যরত নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষকরা জানান, উত্তরা হাই স্কুল এন্ড কলেজের নানা দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকার কারনে স্কুল কর্তৃপক্ষ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেনকে তার পদ থেকে প্রথমে অব্যহতি ও পরে বরখাস্ত করেন। জালিয়াতি করে পুনরায় উত্তরা হাই স্কুল এন্ড কলেজের নিজস্ব ব্যাংক একাউন্ট থেকে মোঃ আনোয়ার হোসেনের ৩০ লাখ টাকা উঠিয়ে আতœসাধ করার ঘটনাটি জানাজানি হলে স্কুলটির গভার্নি বডির সভাপতি প্রকৌশলী মোঃ আনোয়ারুল ইসলাম বাদী হয়ে তেজগাঁও থানায় মামলা দায়ের করে। যাহার মামলা নং-৪৩, তাং-২৮/ ০৮/ ২০১৬ইং। মঙ্গলবার রাতে নিজ বাসা থেকে গ্রেফতার হয় বরখাস্তকৃত এই অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন। মামলার বাদী স্কুলটির গভার্নি বডির সভাপতি প্রকৌশলী মোঃ আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, জালিয়াত সদস্যদের সাথে যোগসাজসে উত্তরা হাই স্কুল এন্ড কলেজের নিজস্ব ব্যাংক একাউন্ট নং-০১২৭০০১০০৪৫৯৭ সোনালী ব্যাংক, উত্তরা মডেল টাউন শাখার চেক নং- ঈঅ-৫০৮৯৬২৯২৭ এর জাল চেক তৈরী ও আমার সিল স্বাক্ষর জাল করে তেজগাঁও থানাধীন সোনালী ব্যাংক কাওরান বাজার শাখা থেকে গত ১৪/০২/২০১৬ তারিখে আনুমানিক ১. ৪৫ ঘটিকার সময় বিদ্যালয়ের উক্ত ব্যাংক একাউন্ট থেকে ০১১৭২০২০০০৮০৭ হিসাব নম্বরের অনুকুলে ৩০ লক্ষ টাকা উঠিয়ে আত্বসাধ করে দুর্নীতিবাজ এই বরখাস্তকৃত অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন। জাল চেকটি মুল চেকসহ চেকবই এবং আমার সিল তার কাছে সংরক্ষিত ছিল। উক্ত বিষয়ে তেজগাঁও থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে পাঠায়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

7 + 19 =