বহুতল ভবন নির্মাণে পাহাড় কাটছে সানমার

0
1133

অপরাধ বিচিত্রাঃ
চট্টগ্রাম নগরীর বন গবেষণাগার ইনস্টিটিউট সড়কের পাশেই পাহাড় কেটে আবাসন প্রকল্প করছে সানমার গ্রুপ। বহুতল ভবন নির্মাণ করতে এক সপ্তাহ ধরে প্রতিষ্ঠানটি রাতের অন্ধকারে পাহাড় কাটার কাজ করছে বলে জানান স্থানীয়রা। সানমার গ্রুপের দাবি, সংশ্লিষ্ট সব সংস্থার অনুমোদন নিয়েই ভবন নির্মাণে মাটি কাটার কাজ চলছে। যদিও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও পরিবেশ অধিদপ্তর বলছে, অনুমোদন থাকলেও ভবন নির্মাণে পাহাড় কাটার সুযোগ নেই। স্থানীয়রা জানান, প্রায় এক সপ্তাহ ধরে সড়কটির ডান পাশে পাহাড়ের ঢালে এ প্রকল্পটিতে মাটি কাটার কাজ চলছে। তবে প্রকল্পটিতে দিনের বেলায়  কোনো কাজ হয় না। রাতের অন্ধকারে এক্সক্যাভেটর দিয়ে পাহাড় কাটা হচ্ছে। মাটিও সরিয়ে  নেয়া হচ্ছে রাতের মধ্যেই। প্রকল্পের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আবদুর রহিম জানান, দিনে কোনো কাজ হয় না। রাতে আলো জ্বালিয়ে ভবন নির্মাণের কাজ করা হচ্ছে। ১০ তলা ভবন উঠবে এখানে। এখন ভবনের ভিত্তি স্থাপনের কাজ চলছে। চট্টগ্রাম নগরীর বন গবেষণাগার ইনস্টিটিউটের মূল ফটকের আগে পাহাড়ের ওপর দিয়ে একটি সড়ক চলে  গেছে জেলা মৎস কর্মকর্তার কার্যালয়ের দিকে। এ সড়কের মুখে একেবারে ডান পাশে লাগোয়া পাহাড়ের ঢালে প্রায় ২০ ফুট উঁচু টিন দিয়ে ঘিরে রাখা হয়েছে প্রকল্প এলাকা। সরেজমিন  দেখা গেছে, টিন দিয়ে ঘেরা প্রকল্পের ভেতরে ঢালু পাহাড়ের অংশটা কেটে সমতল করা হয়েছে। রিটেইনিং ওয়ালের অন্য পাশে উচ্চতা কমপক্ষে ২৫-৩০ ফুট। কিন্তু পাহাড়ের ঢাল কেটে ফেলায় ঘেরাও থাকা এলাকা সমতল হয়ে গেছে। অর্থাৎ প্রকল্প এলাকার মধ্যে পড়া পাহাড়ের অংশটি  কেটে ২৫-৩০ ফুট নিচু করা হয়েছে প্রকল্প এলাকার মাঝখানেই রাখা আছে একটি এক্সক্যাভেটর। পাশে ছোট একটি ভ্রাম্যমাণ ঘর তোলা হয়েছে প্রকল্পের কাজ তদারকির জন্য। স্থানীয়দের অভিযোগ, ভবনের ভিত্তি স্থাপনের জন্য গভীরভাবে মাটি কাটায় পুরো পাহাড়টিই ঝুঁকিতে পড়ে যাচ্ছে। প্রবল বৃষ্টি বা ভূমিকম্পে উঁচু পাহাড়টির মাটি সরে যাওয়ার আশঙ্কা রয়েছে। প্রকল্প এলাকার পাশেই ২০৯ নম্বর প্লটের মালিক আরমান বলেন, রিটেইনিং ওয়ালের পাশের ঢালু পাহাড় কেটে সমতল করায় আমাদের প্লøট সহ পুরো পাহাড়টি ঝুঁকিতে পড়েছে। এতে যেকোনো সময় পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। একই আশঙ্কা ব্যক্ত করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ জসীমউদ্দিন। তিনি বলেন, চট্টগ্রামের পাহাড় বালিমিশ্রিত মাটি দিয়ে গঠিত। তাই গত কয়েক বছরে ভারি বৃষ্টিতে পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটেছে। এসব পাহাড় ধসের অন্যতম কারণ হচ্ছে পাহাড়ের পাদদেশ থেকে মাটি কাটা। পাহাড় ধস ঠেকাতে পাহাড়ের পাদদেশ থেকে মাটি কাটা বন্ধ করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর আরো কার্যকর ভূমিকা রাখা প্রয়োজন। এ বিষয়ে জানতে চাইলে সানমার গ্রুপের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সাইফুল ইসলাম বলেন, জায়গাটিতে ভবন নির্মাণে সিডিএ ও পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থার অনুমোদন নেয়া হয়েছে। চট্টগ্রাম নগরীর বেশির ভাগ এলাকায় পাহাড় রয়েছে। তাই আবাসন প্রকল্প নির্মাণে পাহাড়ের ঢালু অংশ থাকতে পারে। তাছাড়া প্রকল্পের পূর্ব পাশে যে পাহাড় রয়েছে, তাতে রিটেইনিং ওয়াল রয়েছে। ওয়ালের ভেতরে সানমারের নিজস্ব জমিতেই ভবন নির্মাণে মাটি কাটার কাজ চলছে। এ ব্যাপারে জানতে চাইলে সিডিএর অথরাইজড অফিসার-১ মো. মনজুর হাসান বলেন, এক-দেড় বছর আগে সিডিএর অনুমোদন পায় সানমার গ্রুপের প্রকল্পটি। এর পূর্ব পাশে অনেক উঁচু পাহাড় রয়েছে। নিয়ম অনুযায়ী ভূমির কাঠামো ঠিক রেখেই ভবন নির্মাণ করতে হবে। ভবন নির্মাণে পাহাড় কাটা হচ্ছে কিনা, তা জানতে দ্রুতই প্রকল্প এলাকা পরিদর্শন করা হবে। পাহাড় কাটার প্রমাণ পেলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। প্রায় একই কথা বলেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (চট্টগ্রাম মহানগর) মো. আজাদুর রহমান মল্লিক। তিনি বলেন, সানমার গ্রুপের প্রকল্পটির অনুমোদন থাকলেও ভবন নির্মাণে পাহাড় কাটার সুযোগ নেই। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রমাণ মিললে প্রকল্পটির ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। চট্টগ্রামের আবাসন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথম সারিতে রয়েছে সানমার গ্রুপ। কিন্তু বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পাহাড় কাটা ও ফসলি জমি দখল করে আবাসন প্রকল্প করার অভিযোগ উঠেছে। ১৭০০ টন ফরমালিনের কাঁচামাল খোলাবাজারে বিক্রি টিকে গ্রুপের শিল্পগোষ্ঠী টিকে গ্রুপের প্রতিষ্ঠান মেসার্স সুপার বোর্ড মিলস লিমিটেড শিল্পের কাঁচামাল হিসেবে আমদানি করে গত সাড়ে তিন বছরে ৬২৭ টন প্যারাফরমালডিহাইড খোলাবাজারে বিক্রি করে দিয়েছে। এ পরিমাণ প্যারাফরমালডিহাইড ব্যবহার করে এক হাজার ৭০০ টন ফরমালিন উৎপাদন করা সম্ভব। খোলাবাজারে যার দাম পড়বে প্রায় ২৫ কোটি ৫০ লাখ টাকা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বেআইনিভাবে ফরমালিনের কাঁচামাল  খোলাবাজারে বিক্রির অপরাধে টিকে গ্রুপের বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনুমোদন চেয়েছে সংস্থাটি। তবে টিকে গ্রুপের কর্মকর্তারা অভিযোগ অস্বীকার করে বলেছেন, তাঁরা প্যারাফরমালডিহাইড খোলাবাজারে বিক্রি করেননি। প্যারাফরমালডিহাইড বা ফরমালডিহাইডের সঙ্গে পানি মিশিয়ে ফরমালিন তৈরি করা হয়। ওই প্রতিবেদন অনুযায়ী, মেসার্স সুপার বোর্ড মিলস লিমিটেড ২০১৩-২০১৪ অর্থবছর থেকে ২০১৫-২০১৬ অর্থবছর পর্যন্ত এক হাজার ৪৫১ টন প্যারাফরমালডিহাইড আমদানি করেছে। তার মধ্যে একই সময়ে ৮২৪ টন ফরমালডিহাইড তারা গ্লু (আঠা) তৈরিতে ব্যবহার করেছে। বাকি ৬২৭ টন খোলাবাজারে বিক্রি করে দিয়েছে। শুল্ক গোয়েন্দা অধিদপ্তর গত ৪  সেপ্টেম্বর প্রতিবেদনটি এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমানের কাছে পাঠিয়েছে। তারা এনবিআরের কাছে টিকে গ্রুপের বিরুদ্ধে ফৌজদারি অপরাধে মামলা দায়ের অনুমোদন চেয়েছে। পাশাপাশি খোলাবাজারে ফরমালডিহাইড বিক্রির মাধ্যমে ফাঁকি দেওয়া শুল্ককর ও ভ্যাট টিকে গ্রুপের কাছ থেকে আদায়ের অনুমোদন চেয়েছে তারা। এ ছাড়া ওই তিন অর্থবছরে বিভিন্ন কোম্পানি কাঁচামাল হিসেবে যে ৩৭ হাজার ৯৪৩ টন প্যারাফরমালডিহাইড আমদানি করেছে তা সঠিকভাবে ব্যবহার হয়েছে, নাকি টিকে গ্রুপের মতোই খোলাবাজারে বিক্রি করা হয়েছে, তা তদন্তের অনুমতি চেয়েছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। ফরমালিন নিয়ন্ত্রণ আইন, ২০১৫ অনুযায়ী খোলাবাজারে ফরমালিন বিক্রি করা, খাদ্যপণ্যে মেশানো ফৌজদারি অপরাধ। কোনো কম্পানি এ আইন লঙ্ঘন করলে তার চেয়ারম্যান, পরিচালক, ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করার বিধান রয়েছে। অবৈধভাবে খোলাবাজার থেকে যারা ফরমালিন কেনে তারা পরে তা আবার বিক্রি করে দেয়। অসৎ ব্যবসায়ীরা মাছ, মাংস, সবজি, ফলসহ পচনশীল নানা খাদ্যপণ্যের সঙ্গে ফরমালিন মেশায়। ফরমালিনযুক্ত খাদ্য গ্রহণ মানবদেহের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ২০১৫ সালে ফরমালিন নিয়ন্ত্রণ আইন পাসের পর বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্স ছাড়া কেউ ফরমালিন আমদানি, ক্রয়-বিক্রয় ও স্থানান্তর করতে পারে না। তবে যেসব শিল্পপ্রতিষ্ঠান কাঁচামাল হিসেবে ফরমালিন ব্যবহার করে, তাদের বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে প্যারাফরমালডিহাইড আমদানি করতে হয়। এ আইন করার পর প্যারাফরমালডিহাইড আমদানির পরিমাণ ১০ ভাগের এক ভাগে নেমেছে। ফলে খোলাবাজারে ফরমালিনের  জোগান অনেক কমে গেছে। এ কারণে খোলাবাজারে প্যারাফরমালডিহাইড বা ফরমালিনের দামও অনেক বেড়েছে। প্রতি টন ফরমালিনের আমদানি ব্যয় ৬৫ হাজার টাকা। আর খোলাবাজারে এর মূল্য প্রায় দেড় লাখ টাকা। ফলে অনেক অসাধু প্রতিষ্ঠান শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহারের কথা বলে প্যারাফরমালডিহাইড আমদানির পর খোলাবাজারে বিক্রি করছে। সুপার বোর্ড মিলস লিমিটেডের কারখানা মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার শিকিরগাঁওয়ে। প্রতিষ্ঠানটির আমদানির তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ২০১৩-১৪ অর্থবছরে ৪৬০ টন এবং ২০১৪-১৫ অর্থবছরে ৯৯১ টন প্যারাফরমালডিহাইড আমদানি করেছে তারা। একই সময়ে তাদের দেওয়া উৎপাদন খরচ পর্যালোচনা করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর জানতে  পেরেছে, কোম্পানিটি ৬২৭ টন প্যারাফরমালডিহাইড পণ্য উৎপাদনে ব্যবহার করেনি। তাদের মজুদের হিসাবেও ওই পরিমাণ প্যারাফরমালডিহাইড ছিল না। তাই এই বিপুল পরিমাণ প্যারাফরমালডিহাইড প্রতিষ্ঠানটি খোলাবাজারে বিক্রি করে দিয়েছে বলে তদন্ত প্রতিবেদনে সিদ্ধান্তে এসেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। তদন্তে সময় শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা সুপার বোর্ড মিলস লিমিটেডের কাছে অব্যবহৃত ৬২৭ টন প্যারাফরমালডিহাইডের তথ্য জানতে চান। তখন সুপার বোর্ডের পক্ষে প্রতিষ্ঠানটির সহকারী ব্যবস্থাপক (ভ্যাট ও হিসাব) মোহাম্মদ মহসিন সরকার জানান, টিকে গ্রুপের আরেক প্রতিষ্ঠান সুপার ফরমিকা অ্যান্ড লেমিনেশন লিমিটেডকে ২০১৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সুপার বোর্ড মিলস লিমিটেড ৫০৫ টন প্যারাফরমালডিহাইড দিয়েছে। আর ২০১৪ সালের ১৯ জুন সুপার বোর্ড মিলসে অগ্নিকান্ডে ১৮০ টন প্যারাফরমালডিহাইড সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। তাদের এ যুক্তি  গ্রহণযোগ্য নয় উল্লেখ করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালের ১৯ জুন অগ্নিকা সংঘটনের আগের দিন সুপার বোর্ড মিলস লিমিটেডের ক্রয় হিসাব পুস্তকে প্যারাফরমালডিহাইডের সমাপনী জের ছিল ৩১২ টন। অগ্নিকান্ডের পর ওই বছরের ১ জুলাইও ক্রয় হিসাব পুস্তকের প্রারম্ভিক জের একই পরিমাণ উল্লেখ করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে অগ্নিকান্ডে প্যারাফরমালডিহাইড ভস্মীভূত হওয়ার তথ্য নাকচ করে দিয়ে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর বলেছে, অগ্নিকান্ডের পরবর্তী মাসের শুরুতে অগ্নিকান্ডের আগের দিনের সমপরিমাণ প্যারাফরমালডিহাইড মজুদ ছিল, তাই ১৮০ টন প্যারাফরমালডিহাইড আগুনে পুড়ে যাওয়ার বিষয়ে সুপার বোর্ডের দাবি যথার্থ নয়। প্রতিবেদনে বলা হয়েছে, সুপার ফরমিকা অ্যান্ড লেমিনেশন লিমিটেডকে ৫০৫ টন প্যারাফরমালডিহাইড ধার দেওয়ার বিষয়ে অনুমোদন চেয়ে সুপার বোর্ড ২০১২ সালের ৯ অক্টোবর মুন্সীগঞ্জের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কার্যালয়ে আবেদন করেছিল। কিন্তু তিন বছর আগের আবেদনের ভিত্তিতে ২০১৫ সালে কাঁচামাল হস্তান্তরের বিষয়টি বেআইনি ও সন্দেহজনক। তা ছাড়া উল্লিখিত দীর্ঘ সময়ে মূল্যের পরিবর্তন হওয়া স্বাভাবিক। এ ক্ষেত্রে নতুন মূল্যের সঙ্গে সমন্বয় রেখে আইনানুগভাবে অনুমতি নিয়ে কাঁচামাল হস্তান্তর করার বিষয়টিও সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় না। সুপার ফরমিকা অ্যান্ড লেমিনেশন লিমিটেড নির্মাণ ও অন্দরসজ্জার নানা সামগ্রী উৎপাদন করে। প্রতিষ্ঠানটির কারখানাও শিকিরগাঁওয়ে। ওই প্রতিবেদন অনুযায়ী, সুপার ফরমিকা অ্যান্ড লেমিনেশন লিমিটেড ২০১৩-১৪ অর্থবছরে ৮০৮ টন এবং ২০১৪-১৫ অর্থবছরে ৩৪০ টন প্যারাফরমালডিহাইড আমদানি করেছে। সুপার ফরমিকা অ্যান্ড লেমিনেশন লিমিটেডও অনিয়মের সঙ্গে জড়িত বলে সন্দেহ করছে শুল্ক  গোয়েন্দা অধিদপ্তর। ওই প্রতিষ্ঠানের বিষয়েও সরেজমিন পরিদর্শন করে পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া প্রয়োজন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত আগস্ট থেকে ওই তদন্ত চালায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ওই সময় সুপার বোর্ড মিলস লিমিটেডের আমদানি করা ২০ কনটেইনার প্যারাফরমালডিহাইড চট্টগ্রাম বন্দরে আটকে ছিল। তদন্ত কালীন সেগুলো খালাসে স্থগিতাদেশ দেয় এনবিআর। তবে গত ১১ আগস্ট কনটেইনারগুলো খালাসের নির্দেশনা দেওয়া হয়েছে টিকে গ্রুপকে। আর সুপার ফরমিকা অ্যান্ড লেমিনেশনের খালাসের অপেক্ষায় থাকা ১০ কনটেইনার প্যারাফরমালডিহাইড খালাসে গত ২৩ আগস্ট নির্দেশ দিয়েছে শুল্ক গোয়েন্দা। উভয় ক্ষেত্রেই খালাস হওয়া প্যারাফরমালডিহাইড যাতে কারখানায় ঢুকে সে জন্য নিরাপত্তা পাহারার ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। ফরমালিন নিয়ন্ত্রণ আইন, ২০১৫-এর ৩০(১) ধারায় বলা হয়েছে, ‘এই আইনের অধীন কোন বিধান লঙ্ঘনকারী ব্যক্তি যদি কোম্পানি হয়, তাহা হইলে উক্ত কোম্পানির মালিক, অংশীদার, পরিচালক, ম্যানেজার, সচিব বা অন্য কোন কর্মকর্তা বা এজেন্ট বিধানটি লঙ্ঘন করিয়াছেন বলিয়া গণ্য হইবেন, যদি না তিনি প্রমাণ করিতে পারেন যে উক্ত লঙ্ঘন তাঁহার জ্ঞাতসারে হয় নাই অথবা উক্ত লঙ্ঘন রোধ করিবার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করিয়াছেন।’ ৩০(২) ধারায় বলা হয়েছে, ‘উপধারা (১)-এ উল্লিখিত কোম্পানি আইনগত ব্যক্তিসত্তা (বডি করপোরেট) হইলে, উক্ত উপ-ধারায় উল্লিখিত ব্যক্তিকে অভিযুক্ত ও দোষী সাব্যস্ত করা ছাড়াও সংশ্লিষ্ট উক্ত কোম্পানিকে আলাদাভাবে একই কার্যধারায় অভিযুক্ত ও দোষী সাব্যস্ত করা যাইবে, তবে ফৌজদারি মামলায় উহার উপর সংশ্লিষ্ট বিধান অনুসারে শুধু অর্থদন্ড আরোপ করা যাইবে।’ বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন বলেন, ফরমালিন নিয়ন্ত্রণ আইন ২০১৫ অনুযায়ী, কোনো কোম্পানি কাঁচামাল হিসেবে প্যারাফরমালডিহাইড আমদানির পর খোলাবাজারে বিক্রি করে দিলে তা ফৌজদারি অপরাধ। এ ধরনের অপরাধের সঙ্গে সম্পৃক্ত কোম্পানি টিকে গ্রুপেরই হোক বা অন্য কোনো গ্রুপের, তাদের বিরুদ্ধে ফৌজদারি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ফরমালিন নিয়ন্ত্রণ আইন প্রনয়নের পর খোলাবাজারে ফরমালিন কেনাবেচা ও ফরমালিনের আমদানি অনেক কমে গেছে। আগের  চেয়ে এখন ফরমালিন আমদানি ১০ ভাগের এক ভাগে নেমেছে। এ অবস্থার মধ্যে কোনো কোম্পানি ফরমালিন খোলাবাজারে বিক্রি করলে তাকে কোনোমতেই ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে সরকারের কঠোর অবস্থান রয়েছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মইনুল খান বলেন, ‘মাছ ও ফলমূলে ফরমালিন দিয়ে মানুষের জীবন ধ্বংস করে দিচ্ছে একাধিক চক্র। তাদের চিহ্নিত করার কাজ চলছে। ইতিমধ্যে টিকে গ্রুপের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে খোলাবাজারে ফরমালিন বিক্রি করার অভিযোগ এসেছে। আমরা তা আমলে নিয়েছি। পরে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি সুপার বোর্ড মিলস লিমিটেডের কারখানা পরিদর্শন করে। এতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্যারাফরমালডিহাইড আমদানি করে তা খোলাবাজারে বিক্রি করে দেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া যায়।’ তিনি বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রণের সুপারিশ করে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন এনবিআরের  চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে। বিষয়টি পর্যালোচনা করে তাঁরা ব্যবস্থা নেবেন। অভিযোগের বিষয়ে টিকে গ্রুপের পরিচালক (অপারেশনস অ্যান্ড মার্কেটিং) তারিক আহমেদ বলেন, ‘এ বিষয়ে আমার জানা নেই। সুপার বোর্ড মিলস লিমিটেড আমার অধীন নয়।’ তবে টিকে গ্রুপের জেনারেল ম্যানেজার (অর্থ ও বাণিজ্য) মো. সাফিউল আতহার তাসলিম বলেন, ‘শুল্ক গোয়েন্দার প্রতিবেদন সম্পর্কে আমরা ওয়াকিবহাল আছি। তবে প্রতিবেদনটির সঙ্গে আমরা একমত হতে পারছি না। চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, টিকে গ্রুপ কখনো অপরাধ বা প্রতারণা করে না। এ গ্রুপের ৪০টি প্রতিষ্ঠানের মধ্যে সুপার বোর্ড মিলস লিমিটেড একটি। এ প্রতিষ্ঠানটিও দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা চালাচ্ছে। কখনো আমরা খোলাবাজারে ফরমালিন বিক্রি করিনি। একটি স্বার্থান্বেষী মহল টিকে গ্রুপের সুনাম নষ্ট করতে এসব রটাচ্ছে।’ তিনি আরো বলেন, ‘শুল্ক গোয়েন্দার তদন্তের সময় চট্টগ্রামে আসা প্রায় ২০০ টন প্যারাফরমালডিহাইড আমদানি পণ্য খালাস বন্ধ রাখা হয়েছিল। সম্প্রতি এনবিআর আমাদের চিঠি দিয়ে সেগুলো খালাস করতে বলেছে। ইতিমধ্যে আমরা খালাস শুরু করেছি। এ থেকেও প্রমাণিত হয়, আমরা কোনো অনিয়ম বা খোলাবাজারে ফরমালিন বিক্রি করছি না।’ একই কথা বলেছেন টিকে গ্রুপের জেনারেল ম্যানেজার (বিক্রয় ও মার্কেটিং) মো. মোফাচ্ছেল হক। তিনি বলেন, ‘৪০ বছরে ধরে আমাদের প্রতিষ্ঠান সুনামের সঙ্গে ব্যবসা চালিয়ে আসছে। শুল্ক গোয়েন্দার কাছে যে অভিযোগ গেছে, তা সত্য নয়। খোলাবাজারে ফরমালিন বিক্রি করার প্রশ্নই আসে না। সরকারের নির্দেশনা মেনেই আমরা ব্যবসা চালাচ্ছি। আমরা যদি খোলাবাজারে ফরমালিন বিক্রি করতাম, তাহলে এনবিআর আমাদের চিঠি দিয়ে চট্টগ্রাম বন্দর থেকে প্যারাফরমালডিহাইড খালাস করতে বলেছে কেন?।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

twenty + two =