চট্টগ্রাম বোয়ালখালী কিতাপচর এলাকায় হযরত শাহ্ সুফী সৈয়দ ইউছুপ শাহ্ (রঃ) আল আরবী মাজার শরীফের দোয়ায়

0
1259

আবুল হোসাইন চৌধুরীঃ সূত্রে জানা যায়, একটি দশ বৎসরের বাকপ্রতিবন্ধী ছেলেকে বাক শক্তি ফিরে পাওয়া আল্লাহ্ তায়ালার খুদরতের শান। দীর্ঘ ৫৫ বৎসর যাবৎ মাজার শরীফে খেতমত ও বার্ষিক ওরশ পরিচালনা করে আসছেন সেই বাক শক্তি ফিরে পাওয়া ব্যক্তি তথা খাদেম মোঃ আবুল বশর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উক্ত মাজার শরীফ-এ বার্ষিক ওরশ উপলক্ষ্যে সাবেক জেলা প্রশাসক মেজবাহ উদ্দীন হইতে একটন চাউল পাপ্ত হন উক্ত মাজার শরীফ-এর পবিত্রতা রক্ষার কাজে সদা নিবেদিত খাদেম মোঃ আবুল বশর। এতে সরকারি উচ্চ পদস্থসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্থানীয় ইউপি চেয়্যারম্যান বলেন, মাজার সংক্রান্ত কার্যাদি পরিচালনায় খাদেম আবুল বশর কোন অনিয়ম দেখা যায়নি। আল্লাহ্ তায়ালার দরবারে খাদেম লাখো লাখো শুকরিয়া আদায় করেন। অত্র এলাকার স্থানীয় ব্যক্তিবর্গের সাথে আলাপে স্বরজমিনে জানা৬ যায়, হযরত শাহ্ সুফী সৈয়দ ইউছুপ শাহ্ (রঃ) আল আরবী একজন সুদুঢ় আরব থেকে আসা একজন আওলাদে রাসূল। সর্বদলীয় কবরস্থানে তাঁর মাজার শরীফ অবস্থিত। উক্ত মাজার শরীফে জেয়ারতের উদ্দেশ্যে আগমন ঘটে প্রতিদিন হাজার হাজার পূর্ণ্যার্থীর। কিন্তু দূঃভাগ্যজনকও হলে সত্য যে, বোয়ালখালী শরওয়অতলী হইতে বেঙ্গুরা কিতাপচর হযরত শাহ্ সুফী সৈয়দ ইউছুপ শাহ্ (রঃ) আল আরবী এর মাজারের আসার রাস্তাটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। মাজার শরীফের আগত ভক্তবৃন্দের তথা মাজার শরীফের স্বার্থে সরকারের স্থানীয় এমপি, মন্ত্রী মহোদয় ও প্রশাসনের এ বিষয়ে সুদৃষ্টি কামনা করছি।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

twelve − eight =