কেরানীগঞ্জের কালীগঞ্জে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড -এর ১৩৯তম শাখার শুভ উদ্বোধন

0
1016

রাজধানীর কেরানীগঞ্জের কালীগঞ্জে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১৩৯তম শাখার কার্যক্রম শুরু হয়েছে। ২২ নভেম্বর ২০১৬, ব্যাংকের পর্ষদীয় নির্বাহী কমিটির চেয়ারম্যান,  মৌলভীবাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ হোলসেল স্পাইস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্জ হাফেজ মোঃ এনায়েত উল্যা প্রধান অতিথি হিসেবে শাখাটির শুভ উদ্বোধন ঘোষনা করেন। ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ঢাকা সাউথ জোনের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মঞ্জুর হাসান। এ সময় আরো বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আমান উল্লাহ্ মিন্টু, আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর শাহ্ খুশী এবং কেরাণীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আব্দুল আজিজ। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জি. মোঃ হাবীব উল্লাহ এবং ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ। এ সময় বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীর সমাগম ঘটে। শাখা ব্যবস্থাপক এ. কে. এম. তুষার উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে পর্ষদীয় নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্জ হাফেজ মোঃ এনায়েত উল্যা বলেন, শুধু আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। বরং মানুষকে সুদের ভয়াবতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্য থেকেই এ ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে। সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান কালীগঞ্জবাসীকে ইসলামী ব্যাংকিংয়ের অনন্য সেবা গ্রহণের উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নতি সম্ভব। সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিষেবা নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এই এলাকার উন্নয়নের সহযোগী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

2 × one =