চট্টগ্রামে কভার্ডভ্যান চালক হত্যা মামলার প্রকৃত আসামীদের গ্রেফতার না করায় বাদী পক্ষ হুমকির মুখে

0
1200

চট্টগ্রাম নগরীর আকবরশাহ্ থানাধীন এলাকায় গত ০২ অক্টোবর ২০১৬ ইং কভার্ডভ্যান চালক শুভ সরদার সাগরকে সন্ত্রাসীরা তাহার স্ত্রী রানু আক্তারের নির্দেশে ডেকে এনে হত্যা করেছে। মামলার বাদী হাবিবুর রহমান জানান তার ছেলে কখনো এলাকার বাসী বা কাহারোর সাথে জগড়া বিবাদ ছিল না। কি কারণে ছেলেকে হত্যা করেছে এই বিষয়ে কোন রহস্য খুঁজে পায়নি। হত্যার মামলার ঘটনায় চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের আকবর শাহ্ থানা একটি মামলা নং- ০৪, তারিখ: ০৩/১০/২০১৬ ইং ধারা ৩০২/৩৪ দঃবিঃ করা হয়েছে। মামলাটি তদন্তকালে সিএমপি গোয়েন্দা পুলিশ ১৮ জন আসামীর মধ্যে মূল আসামী মোঃ আনোয়ার পিতা: মৃত লাল মিয়া, জাহানারা বেগম পিতা: মোঃ আনোয়ার, কভার্ডভ্যান চালক মরহুম শুভ সরদার সাগর এর স্ত্রী রানু আক্তার, রুবেল পিতা: মোঃ আনোয়ার কে আটক করে রিমান্ডে নিয়াছেন। একটি সূত্রে জানা গেছে মামলা বাদী মোঃ হাবিবুর রহমান ও তার পরিবারকে আটক আসামীদের লোকজন মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। মামলার আলামত নষ্ট করতে আটক আসামীরা পুলিশকে ভূল তথ্য প্রদান করে আসিতেছে। ন্যায় বিচার পাওয়ার লক্ষ্যে সিএমপি’র গোয়েন্দা সংস্থার এসআই আফসার উদ্দিন রুবেল মামলাটি তদন্তকালে আসামীদের জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য পেয়েছেন। একটি সূত্রে জানা গেছে উক্ত হত্যা ঘটনার সাথে ১৮ জন সন্ত্রাসীর নাম থাকলেও ৫ জনকে এ ঘটনায় গ্রেপতার করা হয়। মামলার এজাহারে উল্লেখ বাকী আসামীদের পুলিশ এখনোও পর্যন্ত গ্রেফতার করেনি এবং মামলা তুলে নিতে মামলার বাদী হাবিবুর রহমানকে হত্যা ও অপহরণের হুমকি দিয়ে আসছে।     উক্ত ঘটনাটি সরজমিনে তদন্ত করে বাকী অসাামীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন মামলার বাদী হাবিবুর রহমান।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

three + 16 =