নগরীর চান্দগাঁওয়ে আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন ধর্মীয় মাহফিলের নামে অসহায় বৃদ্ধের বসতভিটা দখলে নিতে চিহ্নিত ভূমিদস্যু চক্রের পাঁয়তারা

0
1428

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে খাজা রোডস্থ বাদামতল ৬ নং ওয়ার্ড পূর্ব ষোলশহর এলাকার জীবন মিস্ত্রির বাড়ীর মৃত আবুল হোসেন কন্ট্রাকটরের পুত্র আব্দুল নুরের পৈত্রিক ও খরিদ সূত্রে প্রাপ্ত জমি দখলের জন্য একটি চিহ্নিত ভূমিদস্যু মৌলবাদী গোষ্ঠী ধর্মীয় মাহফিল ও ফোরকানিয়া মাদ্রাসা স্থাপনের নামে আদালতের নালিশী ভূমি দখলের জোর চেষ্টা চালাচ্ছে। এতে এলাকায় দু’পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। যে কোন মূহুর্তে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটার আশংকা রয়েছে। মামলা সূত্রে জানা যায়, স্থানীয় এলাকার আবুল হোসেন কন্ট্রাকটরের পুত্র আব্দুল নূরের সাথে তাঁরই আপন ভাই আব্দুল মাবুদ, আব্দুর রহমান,নুরুল হুদা, জয়নাল আবেদীন, জেঠাতো ভাই আব্দুস ছাত্তার,চাচাতো ভাই আবুল কালামের সাথে জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এতে জমির প্রকৃত মালিক আব্দুল নূর জমি বিরোধ নিষ্পত্তি ও দখল টেকাতে বিভিন্ন সময়ে প্রশাসনের সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দপ্তরে অভিযোগ দায়ের করেন। সর্বশেষ গত ১৮ সেপ্টম্বর’১৬ তারিখ চট্টগ্রাম মহানগর  অতিরিক্ত হাকিমের আদালতে আব্দুল মাবুদ গংয়ের ৬ জনকে আসামী করে মামলা দয়ের করেন। যার মামলা নং ১৫৯৩/১৬ চান্দগাঁও। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গত ৮/১১/১৬ ইং উক্ত নালিশী জমিতে সম্পূর্ণরুপে স্থাপনা নির্মাণ বন্ধ করতে ওসি চান্দগাঁও থানাকে ব্যবস্থা নিতে নির্দেশ প্রদান করেন। মামলার নথি সূত্রে জানা যায়, বিরোধপূর্ণ জমির বিএস নামজারী খতিয়ান নং ২৬৭/২ ,সম্পত্তি আর এস খতিয়ান নং ৫৩৩ ও দাগ নং ২৬৬৪/২৬৬৫ ও তৎমতে বিএস খতিয়ান ২৬৬/২৬৭ ও বিএস ৪০৫৬ দাগের সম্পত্তি মৃত হাজেরা খাতুন ওয়ারিশদের কাছ থেকে ১১/৭/৯৮ ইং তারিখ ১০৬৮ নং কবলা মূলে খরিদ করেন আব্দুল নুর। আবদুল নুর তাঁরই ফুফু মল্লিকা খাতুনের কাছ থেকে গত ১৭/১১/৯৭ ইং তারিখের ২১৭৪ নং কবলা মূলে খরিদ করেন। আপন ভাই আব্দুল্লাহ ,জয়নাল আবদিন ও নুরুল আবসার হইতে গত ২১/১০/২০০৯ ইং ৫৩১২ নং কবলা মূলে আর এস খতিয়ান ৫৩৩/৬১৯ ও দাগ নং ২৬৬৪/২৬৬৫/২৬৬১/২৬৬২/২৬৬৩/২৬৬৬ তৎমতে বিএস ২৬৬/২৬৭ খতিয়ানের বি.এস. দাগ নং ৪০৫৬/৪০৬০ জমির পরিমান ০৩২৭ শতাংশ ও চাচা মোঃ হোসেন ১শতক জায়গা  খরিদ পূর্বক  মালিক হন। কিন্তু আব্দুল নুর জমির প্রকৃত মালিক হওয়ার পরও আব্দুল মাবুদ গং গায়ের জোরে সন্ত্রাসী কায়দায় দখলে নিতে নানা ধরনের পায়ঁতারা করে আসছে। মামলার বাদীকে বিভিন্নভাবে মামলা তুলে নিতে হুমকী দিয়ে আসছে। অন্যতায় প্রাণ নাশ করারও হুমকী দিচ্ছে বলে বাদী আব্দুল নুর জানান। তিনি  আরো জানান, জমি দখলের চেষ্টার কৌশল হিসেবে আগামী ৯ ডিসেম্বর শুক্রবার ধর্মীয় মাহফিলের নামে ও ফোরকানিয়া মাদ্রাসা স্থাপনের নামে আদালতের নিষেধাজ্ঞা আদেশকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন  করে নালিশী ভূমি দখলের জোর চেষ্টা চালাচ্ছে । তিনি ভূমিদস্যুদের কবল থেকে জমি উদ্ধার করতে প্রশাসনের আশু হস্থেক্ষেপ কামনা করেছেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

1 × one =