প্রধানমন্ত্রী আজ ডটবাংলা ডোমেইন উদ্বোধন করবেন

0
1105

দীর্ঘ প্রতীক্ষার পর উন্মুক্ত হতে যাচ্ছে ডটবাংলা ডোমেইন। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন। উদ্বোধনের পর জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে এ ডটবাংলা ডোমেইন।
জানা যায়, আজ দুপুরে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে ডটবাংলা ডোমেইনের উদ্বোধন করবেন। ডোমেইন উদ্বোধনের পর এটি জনগণের মধ্যে বিতরণ করা হবে। ৪ অক্টোবর বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে বরাদ্দ দেয়ার পর গ্রাহকদের মাঝে ডটবাংলা ডোমেইন বিতরণ শুরুর সব প্রস্তুতি সম্পন্ন করে বিটিসিএল।
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছিলেন, ডটবাংলা ডোমেইনের অধিকার পাওয়ার পর বিজয়ের মাসে এটি জনগণের জন্য উন্মুক্ত করতে চান
বিটিসিএল সূত্রে জানা যায়, উদ্বোধনের পর বিটিসিএল ডোমেইনের জন্য দরখাস্ত আহ্বান করবে। আগ্রহী গ্রাহকরা অনলাইনের মাধ্যমে ডটবাংলার জন্য সব প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল কোম্পানি টেলিটক রেজিস্ট্রেশন ফি গ্রহণ করবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

four × four =